সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দেশের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র৷ সূত্রের খবর, এই বিষয়ে শীঘ্রই প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক৷ এবং সেখানেই ভারত পেট্রোলিয়াম-সহ চারটি রাষ্ট্রয়ত্ত সংস্থাকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত পারে মোদির মন্ত্রিসভা৷
[ আরও পড়ুন: পুজোয় অসমের ডিটেনশন ক্যাম্পে নতুন জামাকাপড়, তবু ম্লান দুর্গোৎসব ]
জানা গিয়েছে, বিলগ্নিকরণ বা বেসরকারিকরণের তালিকাভুক্ত টারটি সংস্থা হল ভারত পেট্রোলিয়াম, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া, ডিএইডিসি ও নিপকো৷ এই বিষয়ে আগেই আইন সংশোধন করেছে কেন্দ্র। তাই এবার মন্ত্রিসভার ইতিবাচক ইঙ্গিত ছাড়াও বেসরকারিকরণ হওয়া সম্ভব এই চার সংস্থার। এবং চার সংস্থার বেসরকারিকরণের প্রস্তাবের পক্ষে সায়ও দিয়েছে নয়াদিল্লি৷
[ আরও পড়ুন: আর কোনও গাছ কাটা যাবে না, আরে বনাঞ্চল নিয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ]
উল্লেখ্য, ২০০৩-তে এক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো সংস্থা বিক্রি বা বেসরকারিকরণের পথে হাঁটতে গেলে কেন্দ্রকে আইন বদল করতে হবে। জানা গিয়েছে, বর্তমানে ভারত পেট্রোলিয়ামের সম্পদের পরিমাণ ১.১১ লাখ কোটি টাকা। আইন বদলে সরকারের হাতে থাকা ৫৩.৩ শতাংশ শেয়ার বিক্রি করেছে নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.