Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ভোটের মুখে অতিরিক্ত ৩% ডিএ

বর্ধিত মহার্ঘভাতার সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও।

Centre to hike DA by 3%

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:February 20, 2019 8:39 am
  • Updated:February 20, 2019 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা (ডিএ) বাড়ানো হল ৩ শতাংশ হারে। শুধু কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই নন, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কর্মচারী অর্থাৎ পেনশনভোগীরাও। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিয়ারনেস অ্যালাউয়েন্স বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খুশির হাওয়া
কেন্দ্রীয় সরকারের নানা বিভাগে কর্তব্যরত কর্মী মহলে।

মহাজোটের পথে বিজেপি! শিব সেনার পর সঙ্গী হল এআইএডিএমকে

Advertisement

কিছুদিন আগেই চিকিৎসা সেরে দেশে ফিরে আবারও নিজের দায়িত্বে থাকা অর্থমন্ত্রকে কাজ শুরু করেছেন অরুণ জেটলি। আর তার কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব  গুরুত্বপূর্ণ বৈঠকে বসে   কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, অতিরিক্ত ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সুবিধা পাবেন। এর আওতায় আসবেন ৪৮ লক্ষের বেশি কর্মী এবং ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। অতিরিক্ত ডিএ দিতে সরকারের তরফে মোট অতিরিক্ত ৯০০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকেই এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে।

দেশের সেবা করতে সেনাকর্মী হতে চান কাশ্মীরের ২৫০০ যুবক

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৯ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। মঙ্গলবারের সিদ্ধান্তের ফলে সেই হার ৯ শতাংশ থেকে বেড়ে ১২ শতাংশে পৌঁছল। গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য উদ্বৃত্ত হিসেবে কেন্দ্রকে ২৮,০০০ কোটি টাকা হস্তান্তরের কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই-এর এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় কর্মচারীদের ভাতা বৃদ্ধি ঘোষণা করল সরকার। এদিনের বৈঠকে তাৎক্ষণিক তিন তালাক বিলে অধ্যাদেশেও সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন। এরপর রাষ্ট্রপতির স্বাক্ষর হলে এক বছরের মধ্যে তিন তালাক বিলে তিনটি বদলের মাধ্যমে আইনে পরিণত হবে। এই বিলে ইসলাম ধর্মাবলম্বী পুরুষদের তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির সংস্থান রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement