Advertisement
Advertisement

Breaking News

এসসি, ওবিসিদের পরীক্ষার পড়ার খরচ দেবে কেন্দ্র

নতুন প্রকল্পে রেল, ব্যাঙ্ক, ইউপিএসসি, স্টাফ সিলেকশন, রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার গ্রেড, আইআইটি, ক্যাট, আইনের মতো একাধিক বিষয়ের পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷

Centre to bear full cost of coaching for SC, OBC students
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 3:29 pm
  • Updated:June 20, 2016 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল কেন্দ্র৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার পড়ার জন্য যাবতীয় খরচ বহন করবে সরকার৷
উল্লেখ্য, এর আগে তফসিলি জাতি এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরির জন্য পড়ার খরচ হিসাবে ২০ হাজার টাকা করে দিত কেন্দ্র৷ সেই ঊর্ধ্বসীমাও তুলে দিয়ে বলা হয়েছে, এখন পড়ার জন্য সব খরচই দেবে সরকার৷ একই সঙ্গে তফসিলি জাতি এবং পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার৷ নতুন নিয়মে স্থানীয়রা ১৫০০ টাকার বদলে ২৫০০ টাকা করে পাবেন৷ অন্য দিকে বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীরা তিন হাজারের বদলে পাঁচ হাজার টাকা করে পাবেন৷
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এক পদস্থ আধিকারিক বলেছেন, “এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের পড়ার খরচ সংক্রান্ত নিয়মের বদল করা হয়েছে৷ এই দুই সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা যাতে উন্নতমানের প্রশিক্ষণ পান সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার৷ নামী প্রশিক্ষণ কেন্দ্রগুলির তালিকা তৈরি করা হচ্ছে৷ ওই সমস্ত কেন্দ্রেই এসসি এবং ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের পড়ার ব্যবস্থা করা হবে৷
নতুন প্রকল্পে রেল, ব্যাঙ্ক, ইউপিএসসি, স্টাফ সিলেকশন, রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার গ্রেড, আইআইটি, ক্যাট, আইনের মতো একাধিক বিষয়ের পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে৷ পরিবারের বার্ষিক আয় ছয় লক্ষ টাকার কম হলেই এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পাবেন৷”
এই প্রকল্প চালু করার লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঁচ থেকে দশটি প্রশিক্ষণ কেন্দ্রের নাম প্রস্তাব করতে বলেছে কেন্দ্র৷ এই কেন্দ্রগুলির কার্যকারিতা খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিশেষজ্ঞ কমিটি৷ যে সমস্ত প্রতিষ্ঠানের একাধিক জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে খবর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement