Advertisement
Advertisement

Breaking News

NEP

প্রথম শ্রেণিতে ভরতির ন্যূনতম বয়স হোক ৬ বছর, রাজ্যগুলিকে ফের নির্দেশ কেন্দ্রের

প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি অবধি ভরতির বয়স নিয়ে নির্দেশিকা কেন্দ্রের।

Centre tells states and UTs Raise minimum age for admission to Class 1 to six | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 22, 2023 4:52 pm
  • Updated:February 22, 2023 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) অনুযায়ী প্রথম শ্রেণিতে ভরতির জন্য পড়ুয়াদের ন্যূনতম বয়স ৬ বছর। যদিও একাধিক রাজ্য এই নিয়ম মানছে না। আগেও এই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। নতুন করে নির্দেশিকা পাঠান হল সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

২০২০ সালে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন হয়। এরপর একাধিকবার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়, প্রথম শ্রেণিতে ভরতির জন্য ন্যূনতম বয়স হতে হবে ৬ বছর। যদিও ২০২২ সালের মার্চ মাসে লোকসভায় কেন্দ্রের একটি প্রতিক্রিয়া থেকে জানা যায়, বিভিন্ন রাজ্যে ভরতির বয়সের পার্থক্য রয়েছে। এমন ১৪টি রাজ্য রয়েছে যেখানে বয়স ছয় বছর না হলেও স্কুলে ভরতি নেওয়া হয় শিশুদের। যেমন, অসম, গুজরাট, পণ্ডিচেরি, তেলেঙ্গানা এবং লাদাখ, যেখানে পাঁচ বছর বয়স হলেই স্কুলে ভরতি নেওয়া হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং কেরলে পড়ুয়াদের বয়স পাঁচ পেরোলেই ভরতি নেওয়ার নিয়ম রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘এটা কি ইংল্যান্ড নাকি?’ কৃষকের মুখে ইংরেজি শুনে রেগে লাল নীতীশ কুমার!]

সূত্রের খবর, গত ৯ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী রাজ্যগুলিকে পড়ুয়াদের ভরতির ন্যূনতম বয়স নিয়ে অবহিত করা হয়েছিল। বিভিন্ন রাজ্যের মধ্যে এই বিষয়ে যাতে তারতম্য না হয়, তাও জানানো হয়েছিল। নতুন করে এই বিষয়ে সবকটি রাজ্য এবং কেন্দ্রেশাসিত অঞ্চলকে চিঠি দিল কেন্দ্রের বিজেপি সরকার। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি অবধি ভরতির বয়স কত হবে জানিয়েছে কেন্দ্র। এখন দেখার কেন্দ্রের নির্দশিকা রাজ্যগুলিতে কবে লাগু হয়।

[আরও পড়ুন: হাজারটা মোদি-শাহ এলেও ২০২৪-এ কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হবে, চ্যালেঞ্জ খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement