Advertisement
Advertisement

Breaking News

Mahila Samman Savings Certificate

নারীদের সঞ্চয়ের পথ বন্ধ! ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্প বন্ধ করল কেন্দ্র

এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হবে বলে আশা করেছিল ওয়াকিবহাল মহল।

Centre stop Mahila Samman Savings Certificate scheme from April

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 31, 2025 12:59 pm
  • Updated:March 31, 2025 12:59 pm  

সন্দীপ চক্রবর্তী: মহিলাদের জন্য জনপ্রিয় সেভিংস সার্টিফিকেট স্কিমটি বন্ধই করে দিল কেন্দ্রের বিজেপি সরকার। গত দু’বছর আগে চালু হওয়া ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্পটি ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বেশ সাড়া ফেলেছিল। সুদের হারটাও ছিল অন্য অনেক ক্ষুদ্র সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় চড়া, ৭.৫ শতাংশ। আশা করা গিয়েছিল, যেহেতু মুখে নারী-সুরক্ষা বা নারী-সম্মানের কথা কেন্দ্রের সরকার বলে থাকে, তাই এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হবে। বাস্তবে অবশ্য তেমন প্রতিফলন হল না।

কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, ৩১ মার্চই শেষ হয়ে যাচ্ছে অল্পদিনে জনপ্রিয় হওয়া এই স্কিম। এর পর থেকে এই প্রকল্পের ক্ষেত্রে কোনও নতুন ‘ডিপোজিট’ নেওয়া হবে না। তবে নারী সম্মানের নামে নতুন কী প্রকল্প বাজারে আসবে, তা নিয়ে চর্চা রয়েছে। বিজেপির একটি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে যে, আরও বেশি অর্থনৈতিকভাবে লাভজনক স্কিম সরকারের কর্তাব্যক্তিদের মাথায় রয়েছে। অন্যদিকে, বিরোধীদের কটাক্ষ, আসলে বিজেপির জমানায় নারীরা মোটেও সুরক্ষিত নয়। এটা নারীবিদ্বেষী সরকার। তৃণমূলের মুখপাত্রর বক্তব্য, নারীদের সম্মান ও সুরক্ষার বিষয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া। কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ। এর থেকেই স্পষ্ট, কতটা ভাঁওতাবাজির সরকার চলছে।

Advertisement

‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম, ২০২৩’ চালু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। ১৮ বছরের বেশি বয়সি মহিলাদের আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্যই প্রাথমিকভাবে দু’বছরের মেয়াদে ক্ষুদ্র সঞ্চয়ের প্রকল্পটি চালু হয়। নাবালিকাদের নামেও অভিভাবকরা চালু করেছেন। সর্বনিম্ন এক হাজার ও সর্বাধিক দুই লক্ষ টাকা জমা রাখার সুযোগ ছিল। যেহেতু ৭.৫ শতাংশ হারে সুদ মিলেছে এবং সরকার পোষিত, তাই কম দিনেই জনপ্রিয় হয়ে ওঠে। দুই বছরে ম্যাচিওরিটি হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো প্রকল্পও জনপ্রিয়ের তালিকায় রয়েছে। এমএসএসসি-তে অ্যাকাউন্ট খোলার এক বছর পর ৪০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়ার সুযোগও ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement