Advertisement
Advertisement

Breaking News

Puja Khedkar

শিক্ষানবিশ IAS পূজার বিরুদ্ধে তদন্তে কেন্দ্র, প্রকাশ্যে বন্দুক হাতে আমলার মায়ের কীর্তি

অভিযোগ প্রমাণ হলে বরখাস্ত হতে পারেন পূজা।

Centre starts probe against trainee Maharashtra IAS Puja Khedkar
Published by: Amit Kumar Das
  • Posted:July 12, 2024 6:55 pm
  • Updated:July 14, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযোগ ভুরি ভুরি। পদে বহাল হওয়ার আগেই ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি রয়েছে ভুয়ো শংসাপত্রে চাকরি পাওয়ার অভিযোগ। এহেন শিক্ষানবিশ তরুণী আমলা পূজা খেদকারের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করল কেন্দ্র সরকার। অভিযোগ প্রমাণ হলে বরখাস্ত হতে পারেন পূজা। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত আমলা। তবে তদন্তকারীদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এর মাঝেই প্রকাশ্যে এসেছে পূজার মায়ের এক বিতর্কিত ভিডিও।

ক্ষমতার অপব্যবহার-সহ পূজার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই বদলি করা হয়েছে অভিযুক্ত ওই আধিকারিককে। এর পর ঘটনার তদন্তে বৃহস্পতিবার এক প্যানেল গঠন করে কেন্দ্র সরকার। ২০২৩ সালের ব্যাচের শিক্ষানবিশ আমলা পূজার মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রবেশনারি আইএএস অফিসারদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়, তা নিচ্ছিলেন তিনি। নিজের অডি গাড়িতে লালবাতি এবং মহারাষ্ট্র সরকারের বোর্ড লাগিয়ে ঘুরতেন। যদিও সেই অনুমতি নেই প্রবেশনারি আইএএস অফিসারদের। শুধু তাই নয়, অ্যাডিশনাল কালেক্টর অজয় মোরের অনুমোদন ছাড়াই তাঁর অফিসের আসবাবপত্র সরিয়ে ফেলে অফিসের একাংশ দখল করেন বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি রেভিনিউ অ্যাসিসট্যান্টকে পূজা নির্দেশ দেন, লেটারহেড দিতে হবে তাঁকে। ঘরের বাইরে রাখতে হবে নেমপ্লেট। আরও জানিয়ে দেন, সিনিয়ার আধিকারিকদের মতোই সুযোগ সুবিধা দিতে হবে তাঁকে। আবদারের এই ঘনঘটার মধ্যেই পূজাকে ওয়াশিম জেলায় বদলি করা হয়। অভিযুক্ত তরুণীর অবশ্যি এই বিষয়ে হেলদোল ছিল না।

Advertisement

[আরও পড়ুন: রাজস্থানে নারকীয় হত্যাকাণ্ড! প্রকাশ্যে হাতুড়ি পিটিয়ে খুন বিজেপির মুসলিম নেতা]

এর মধ্যেই জানা যায়, আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরির সার্টিফিকেট যাচাইয়ের জন্য পূজাকে দিল্লি ডেকে পাঠিয়েছিল এইমস। করোনা মহামারীর অজুহাতে তিনি যাননি। বারবার এইমসের তলব এড়িয়ে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, অভিযোগ ওঠে চাকরি পেতে ওবিসি ক্যাটাগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দেন তিনি। উল্লেখ্য, পূজার বাবা একজন রাজনৈতিক নেতা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে লড়াইও করেছিলেন তিনি। সূত্রের খবর, ইউপিএসসি পূজার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরিতে যোগ দিতে কোনওরকম সমস্যা হয়নি তাঁর।

[আরও পড়ুন: মাদক পাচারের চেষ্টা! হাতেনাতে গ্রেপ্তার ‘খলিস্তানি’ সাংসদ অমৃতপাল সিংয়ের ভাই]

এদিকে কন্যার কীর্তি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে প্রকাশ্যে এসেছে পূজার মায়ের এক বিতর্কিত ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন পূজার মা মনোরমা খেদকার। ভিডিওতে এক জমির মধ্যে একটি জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা। জমি সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছেন। একটা সময় বচসার মাঝে পকেট থেকে একটি বন্দুক বার করে তেড়ে আসতেও দেখা যায়। দাবি করা হচ্ছে, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় শাসানি দেওয়ার পাশাপাশি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। জানা যাচ্ছে, ভিডিয়োটি অনেক পুরনো। কিন্তু মেয়ের কীর্তির মাঝেই মায়ের ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক চরম আকার নিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement