Advertisement
Advertisement

Breaking News

COVID Vaccine

করোনার টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে! তৈরি থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

পার্শ্বপ্রতিক্রিয়া সামলানোর কী রূপরেখা দিল কেন্দ্র?

Centre said On Covid Vaccine Adverse Events that Can't Deny Possibility so Must Be Ready | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 15, 2020 7:43 pm
  • Updated:December 15, 2020 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণ টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিল স্বাস্থ্যমন্ত্রক। এ বিষয়ে একটি গাইডলাইনও তৈরি করেছে কেন্দ্র সরকার।

মঙ্গলবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই ছাড়পত্রের দৌড়ে থাকা টিকা, সরবরাহ, সংরক্ষণ, টিকাকরণের প্রস্তুতির পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আলোচনা করেন মন্ত্রকের আধিকারিকরা। জানালেন কীভাবে সামাল দিতে হবে পার্শ্বপ্রতিক্রিয়ার পরিস্থিতি।

Advertisement

[আরও পড়ুন : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ২২ হাজারে, অ্যাকটিভ কেস সাড়ে তিন লক্ষের নিচে]

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেন্দ্র ভূষণ জানান, টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া একটা গুরুতর বিষয়। বিশ্বজুড়ে দীর্ঘদিনের টিকাকরণের ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হয়। বিশেষ করে শিশু ও অন্ত্বঃসত্তা মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। তাই কোভিড টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এই পরিস্থিতি তৈরি হলে কীভাবে মোকাবিলা করতে হবে, তাও বাতলে দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পরামর্শ প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার প্রতিটি ব্লকে অন্তত একটি করে Adverse Event Following Immunisation Centre বা এইএফআই সেন্টার তৈরি করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া হলে যেখানে দেখভাল করা হবে। এছাড়াও, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টারকে এই কাজে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি প্রতি সেশনে কতজন টিকা নিল, তাঁদের বিস্তারিত তথ্য কো-উইন অ্যাপে আপলোড করতে হবে। আগেই বলা হয়েছে, টিকা নেওয়ার পর অবজারভেশন রুমে আধঘণ্টা বসে থাকতে হবে টিকা গ্রহণকারীকে। 

[আরও পড়ুন : প্রমাণ করা হল না নাগরিকত্ব, ‘বিদেশি’ হিসেবেই মৃত্যু অসমের ১০৪ বছরের বৃদ্ধের]

তিনি এদিন আরও জানান, এই মুহূর্তে ভারতে ছাড়পত্র পাওয়ার দৌড়ে রয়েছে ছটি ভ্যাকসিন। চলতি সপ্তাহে ডিসিজিআই ভারতীয় জেনোয়া সংস্থার একটি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে। ফলে একাধিক টিকা ভারতের বাজারে ছাড়পত্র পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেই অনুযায়ী কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement