বিশেষ সংবাদদতাতা, নয়াদিল্লি: একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে এখনও পর্যন্ত রাজ্যের পাওনা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি বাবদ ২ হাজার ৭৪৮ কোটি এবং আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য ২ হাজার ৬৮৫ টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মনরেগার পাওনা সম্পর্কে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দেওয়া পরিসংখ্যান থেকেই এই তথ্য জানা গিয়েছে। তবে কী কারণে বিভিন্ন রাজ্যের টাকা আটকে রয়েছে, তার কোনও সদুত্তর মন্ত্রী দিতে পারেননি। রাজ্যের পাওনা নিয়ে সংসদে বারবারই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার সেই বিষয়ে সরকারকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেকও।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে টানাপোড়েন দীর্ঘদিনের। রাজ্যের অভিযোগ, কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না। ফলে প্রকল্পের অধীনে যারা কাজ করছিলেন তাঁদের পাওনাও বকেয়া রয়েছে। পালটা কেন্দ্র দাবি করেছে, রাজ্যে খরচের হিসেব দেয়নি। তাই মেলেনি টাকা। প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রের। সেই সমস্যা মিটিয়ে কিছুদিন আগে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য টাকার একটা অংশ কেন্দ্র পাঠিয়েছে। এখনও বাকি প্রায় সাড়ে ৫ হাজার।
এই বকেয়া টাকা আদায়ের দাবিতে সংসদে নিয়মিত সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে একান্ত সাক্ষাতে বাংলার প্রাপ্য নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। লিখিতভাবে হিসেব তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। এরাজ্যের শাসকদলের দাবি, ইচ্ছাকৃতভাবেই কেন্দ্র বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে। তৃণমূলের সেই দাবিকে সংসদে সমর্থন করেছে কংগ্রেসও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.