সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার ধাক্কা থেকে শিক্ষা। অগ্নিবীরদের জন্য একাধিক বড় পদক্ষেপ করার পথে কেন্দ্র। একই সঙ্গে বাড়তে পারে বেতন এবং স্থায়ীকরণের হার। সেনা সূত্রের খবর, অগ্নিবীরদের স্থায়ীকরণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, কেন্দ্র অগ্নিবীরদের স্থায়ীকরণ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে। আপাতত অগ্নিবীরদের এক চতুর্থাংশকে স্থায়ী কমিশন দেয় সেনা। সেটা আগামী দিনে ৫০ শতাংশ করার কথা ভাবা হচ্ছে। যদিও এই স্থায়ী কমিশন বৃদ্ধির পুরো ব্যাপারটি সময়সাপেক্ষ। তবে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি, অগ্নিবীরদের বেতন বাড়ানো হতে পারে বলেও শোনা যাচ্ছে।
সেনাবাহিনীর (Indian Army) লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। যাদের পোশাকি নাম ‘অগ্নিবীর’। চার বছরের মেয়াদ শেষে ১০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সেসময় ঘোষণা করে কেন্দ্র। বাকি ৯০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। পরে ওই সংরক্ষণ বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়।
সেনায় চার বছর কাজ করার পর অগ্নিবীরদের (Agniveer) ভবিষ্যৎ কী হবে? প্রকল্প ঘোষণার পর থেকেই কেন্দ্রকে এই প্রশ্নে বিদ্ধ করছিল বিরোধীরা। বস্তুত মাত্র ৪ বছরের জন্য অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্তে রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সেনায় চাকরিপ্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, এমনকী বাংলারও একটা বড় অংশে বিক্ষোভ দেখিয়েছিলেন সেনায় চাকরিপ্রার্থীরা। বস্তুত, সেনাতে ‘পার্ট-টাইম’ নিয়োগ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে। সেখান থেকে শিক্ষা নিয়েই অগ্নিবীরদের স্থায়ী কমিশন দেওয়ার পরিমাণ বাড়াতে চায় কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.