Advertisement
Advertisement
MK Stalin

হিন্দির শাসনে বহু প্রাচীন ভাষার অপমৃত্যু হয়েছে, কেন দাবি স্ট্যালিনের?

গত ১০০ বছরে উত্তর ভারতের পঁচিশটি ভাষার অপমৃত্যু হয়েছে, এক্স হ্যান্ডেলে দাবি করেছেন স্ট্যালিন।

Centre On Tamil Nadu CM MK Stalin's
Published by: Kishore Ghosh
  • Posted:February 27, 2025 2:54 pm
  • Updated:February 27, 2025 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে দক্ষিণের রাজ্যগুলির সঙ্গে চূড়ান্ত ভাষাদ্বন্দ্ব হিন্দি বলয়ের। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দাবি করলেন, হিন্দি চাপিয়ে দিতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি জানান, ভাষা রাজনীতির জেরে গত ১০০ বছরে উত্তর ভারতের পঁচিশটি ভাষার অপমৃত্যু হয়েছে। যদিও স্ট্যালিনের দাবি মানছে না বিজেপি। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন করে হিন্দির অপশাসনের কথা কেন বলছেন স্ট্যালিন ?

বিশেষজ্ঞদের বক্তব্য, ভাষার পৃথিবীতেও রয়েছে মাৎস্যন্যায় প্রথা। বড় ভাষা ছোট ভাষাকে গিলে খায়! ইউরোপ, আমেরিকা, অস্ট্রলিয়া, এমনকী আফ্রিকার বহু ভাষার অপমৃত্যু হয়েছে ইংরেজির আগ্রাসনে। যার অন্যতম কারণ ষোলো ও সতেরো শতক থেকে এই অঞ্চলগুলিতে একচ্ছত্র ব্রিটিশরাজ। ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছিল মিথ—ব্রিটিশ শাসনের সূর্যাস্ত হয় না। স্ট্যালিনের মতো আঞ্চলিক ভাষার প্রতিনিধিদের আশঙ্কা, ইংরেজদের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হিন্দির আগ্রাসন বাড়াচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই কারণেই শিক্ষানীতিতে বদল আনা হয়েছে। যার সঙ্গে ভাষার অস্বিত্বের গভীর সম্পর্ক। কারণ আজকের পড়ুয়ারাই আগামিকাল তাঁর ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। সেই কারণেই বলিউড এবং ক্রিকেট শাসিত ভারতে বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগুর মতো ভাষাভাষিরা সিঁদুরে মেঘ দেখছে। কার্যত সেকথাই মনে করিয়ে দিয়েছেন স্ট্যালিন।    

Advertisement

এক্স হ্য়ান্ডেলে স্ট্যালিন বলেন, “হিন্দির একচেটিয়া শাসনে বহু প্রাচীন ভাষার মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহার হিন্দি বলয় ছিল না আদৌ। এখানকার আসল ভাষাগুলি আজ অতীতের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।” বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে কেন্দ্রকে একহাত নেন স্ট্যালিন। তিনি অভিযোগ করেন, “দক্ষিণের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে।”

অন্যান্য রাজ্যের মানুষদের উদ্দেশে স্ট্যালিনের পোস্ট—“কখনও বিস্মিত হয়েছেন জেনে যে কতগুলো ভারতীয় ভাষাকে গিলে ফেলেছে হিন্দি? ভোজপুরি, মারাঠি, আওধি, ব্রজ, বুন্দেলি, গরহাওয়ালি, কুমায়নী, মাগাহি, মারওয়ারি, মালভী, ছত্তিশগড়ি, সাঁওতালি, অঙ্গিকা, হো, খারিয়া, খোরথা, কুরমালি, কুরুখ, মুন্ডারি-সহ আরও বহু ভাষা অস্তিত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে।” এখানেই না থেমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ এবং বিহার হিন্দি বলয় ছিল না। আসল ভাষাগুলি আজ অতীতের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যদিও স্ট্য়ালিনের এই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, তামিলনাড়ুতে হিন্দি বিরোধী আগুনের মাঝেই বড় পদক্ষেপ করেছে তেলেঙ্গানা। বুধবার তেলেঙ্গানার কংগ্রেস সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে তেলেগু ভাষা। সিবিএসই, আইসিএসই, আইবি ও তেলেঙ্গানার অন্য সমস্ত স্কুল বোর্ডকে মানতে হবে এই নিয়ম। সব মিলিয়ে হিন্দি ভার্সেস দক্ষিণের রাজ্যগুলির ভাষাদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এই দ্বন্দ্ব কি বাংলাভাষিদেরও অংশ নেওয়া উচিত নয়? প্রশ্ন উঠতেই পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub