সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ দিন ধরে অব্যাহত কৃষক ‘বিদ্রোহ’ (Farmer;s Protest)। সেই আগুন নেভাতে কৃষি আইন সংশোধনীর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। বুধবার সকালে পাঁচটি প্রস্তাব (Proposal) লিখিত আকারে কৃষকদের পাঠানো হয়েছে বলে খবর। সেই প্রস্তাব নিয়ে আলোচনায় বসছেন কৃষকরা।
কী বলা হয়েছে প্রস্তাবে? সূত্রের খবর, কৃষকদের ক্ষোভ মেটাতে পাঁচ দফা প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এক, ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বাতিল করা হবে না। কেন্দ্র এই নিয়ম মেনে চাষিদের কাছ থেকে ফসল কিনবে। দুই, কৃষিমান্ডি আরও উন্নত ও মজবুত করা হবে। তিন, চাষিদের কাছ থেকে ফসল কিনতে হলে ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতে হবে। চার, চুক্তিভিত্তিক চাষের ক্ষেত্রে সমস্যা হলে সাধারণ আদালতে যেতে পারবেন চাষিরা। পাঁচ, ফসলের আগাছা জ্বালানোর সম্পর্কিত কঠোর আইনে পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে।
কেন্দ্র সরকারের এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনায় বসেছে কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তবে তাঁদের সাফ কথা, “কেন্দ্রের প্রস্তাব আমরা আলোচনা করে দেখতে পারি। কিন্তু এই কৃষি আইন প্রত্যাহার করতেই হবে। নয়তো আন্দোলন চলবেই।” তাঁদের আরও দাবি, “কেন্দ্র সরকার আইন প্রত্যাহার করছে না। এটা কৃষকদের সম্মানের বিষয়। তাই নিজেদের অবস্থান থেকে একচুলও সরব না আমরা।”
We’ll strategise in our meeting & discuss their (Centre) proposal. Farmers won’t go back, it’s a matter of their respect. Will Govt not withdraw laws? Will there be tyranny? If Govt is stubborn, so are farmers. Law has to be withdrawn: Rakesh Tikait, Spox, Bharatiya Kisan Union pic.twitter.com/gcspm4YDQk
— ANI (@ANI) December 9, 2020
উল্লেখ্য, কৃষকদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার এই আইন এনে এমএসপি তুলে দিতে চাইছে। বন্ধ করে দিতে চাইছে কৃষিমান্ডিও। এমনকী, নিজের জমিতে কৃষকদের কার্যত ক্ষেতমজুর বানিয়ে দিতে পারে এই আইন। তাই এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। শেষপর্যন্ত সেই আন্দোলনের চাপে পিছু হঠার ইঙ্গিত দিল কন্দ্রীয় সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.