Advertisement
Advertisement

ডিজিটাল লেনদেনে GST-এর উপর ২ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা

ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে আরও কম টাকা দিতে হবে ক্রেতাকে।

Centre offers 2 per cent GST relief for digital payments
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2017 11:39 am
  • Updated:October 2, 2019 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী পদে আসিন হওয়ার পর থেকেই দেশকে ডিজিটাল ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। গত বছর নোট বাতিল ঘোষণার পর থেকে ডিজিটাল লেনদেনে বেশি জোর দেয় কেন্দ্র। দেশে জিএসটি চালু হওয়ার পরও সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে নয়া পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার।

[অচলাবস্থা কাটল, ডোকলাম থেকে সেনা সরাচ্ছে দু’পক্ষ]

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০০০ টাকা পর্যন্ত অর্থের উপর যে জিএসটি বসবে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে তার উপর অতিরিক্ত ২ শতাংশ ছাড় দেওয়া হবে। অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা যে কোনও ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে আরও কম টাকা দিতে হবে ক্রেতাকে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ক্যাবিনেট মন্ত্রক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মধ্যে এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া চালু করা হবে।

Advertisement

[সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি পদে শপথ নিলেন দীপক মিশ্র]

এ বছর স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছিল ক্যাশলেস লেনদেনের কথা। দেশবাসীকে ডিজিটাল ওয়ালেট ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন তিনি। গত বছরের থেকে চলতি বছর ডিজিটাল লেনদেনের হার অনেকটাই বেড়েছে বলে জানা গিয়েছে। তবে ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে নগদের উপরই নির্ভরশীল আম আদমি। আর ভারতের মতো উন্নয়নশীল দেশে মোটা অঙ্কের লেনদেনের হার তুলনামূলক কম। সেই কারণেই স্বল্প খরচের সময় নগদে লেনদেন কমাতেই এই নয়া ভাবনা কেন্দ্রের। ২০০০ টাকার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেই তাই মিলবে ২ শতাংশ ছাড়। এই ছাড় ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক রূপে ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর অধিকাংশ মানুষ ক্যাশলেস লেনদেনের দিকে ঝুঁকলে বন্ধ হবে কালো টাকার রমরমাও। এমন ব্যবস্থায় সাধারণ মানুষ ক্যাশলেস লেনদেনে বেশি আগ্রহী হবেন, তেমনটাই আশা কেন্দ্রের।

[লালুর সভার ভিড় ফটোশপের কারসাজি? তুলকালাম বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement