Advertisement
Advertisement
Supreme Court

হাই কোর্টে একাধিক বিতর্কিত মামলার দায়িত্বে থাকা বিচারপতি এবার সুপ্রিম কোর্টে

তিন মাস আগেই তাঁর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

Centre Notifies Appointment Of Justice Dipankar Dutta As Supreme Court Judge। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 11, 2022 5:12 pm
  • Updated:December 11, 2022 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। তিন মাস আগেই তাঁর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। অবশেষে তিনি সেই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু একথা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ অগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন ইউ ইউ ললিত। সেই সময়ই দীপঙ্করের নাম প্রস্তাবিত হয়। কিন্তু বিচারপতি নিয়োগ নিয়ে শীর্ষ আদালতের সঙ্গে কেন্দ্রের মতবিরোধের কারণেই এতদিন পরে কেন্দ্রের সবুজ সংকেত মিলল এই বিষয়ে।

Advertisement

Dipankar-Datta

[আরও পড়ুন: চেনাতে হবে ‘ব্যাড টাচ’ ‘গুড টাচ’, শিশুদের যৌন হেনস্তা নিয়ে বার্তা দেশের প্রধান বিচারপতির]

১৯৬৫ সালে কলকাতায় দীপঙ্কর দত্তের জন্ম। ১৯৮৯ সালে আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু। তাঁর বাবা ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রের কৌসুলি হিসেবেও কাজ করেছেন বিচারপতি দত্ত। কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন পুলিশ সংক্রান্ত মামলার বিচার করতেন তিনি। অনুব্রত মণ্ডলের হুমকি-ভাষণ সংক্রান্ত মামলাগুলির বিচারের সময় নিয়মিতই তাঁর নাম উঠে আসত সংবাদমাধ্যমের রিপোর্টে। পরে তিনি বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।

কলেজিয়াম সিস্টেমকে কেন্দ্র করে তুঙ্গে সরকার বনাম সুপ্রিম কোর্ট তরজা। এই প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ খনখড় (Jagdeep Dhankhar)। রীতিমতো ভর্ৎসনার সুরে শীর্ষ আদালত জানিয়ে দেয় এই ধরনের মন্তব্যকে ভালভাবে নেওয়া হচ্ছে না। এই বিতর্কের জেরেই কিন্তু বহু বিচারপতির নিয়োগে বিলম্ব হচ্ছে। অবশেষে তিন মাস পরে নিযোগ করা হল দীপঙ্কর দত্তকে।

[আরও পড়ুন: প্রাক্তন কংগ্রেস নেতাতেই আস্থা, ত্রিপুরায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement