Advertisement
Advertisement

Breaking News

ED

বাড়ানো হোক ইডি অধিকর্তার মেয়াদ, সুপ্রিম কোর্টে আরজি মোদি সরকারের

৩১ জুলাই পর্যন্ত তাঁকে ওই পদে থাকার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত।

Centre moves Supreme Court seeking extension of term of ED Director Sanjay Kumar Mishra। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 26, 2023 11:28 am
  • Updated:July 26, 2023 11:28 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ বাড়ানোকে বেআইনি আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে ইডি অধিকর্তা পদে থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে তাঁর মেয়াদ বাড়ানোর আরজি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে প্রথমবার ইডি অধিকর্তার দায়িত্ব পান মিশ্র। প্রাথমিক ভাবে তাঁকে দু’বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২০ সালে নভেম্বরে সেই মেয়াদ শেষ হয়। সেবছরেরই মে মাসে তিনি ৬০ বছর পেরিয়ে যান। অর্থাৎ তখনই তাঁর অবসরের বয়স হয়ে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ডেটিং অ্যাপে আলাপ, হোটেলে ডেকে তরুণীকে ধর্ষণ ‘প্রেমিকের’]

কিন্তু ২০২০ সালের ১৩ নভেম্বর কেন্দ্র নির্দেশ দিয়ে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর করে। সেই সময়ই কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ‘কমন কজ’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের নির্দেশকে বাতিল করেনি। কিন্তু জানিয়ে দিয়েছিল আর বাড়ানো যাবে না মিশ্রর মেয়াদ। কিন্তু সেই রায়ের পরও কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে মিশ্রর মেয়াদ ফের বাড়ায়। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে তাকে ‘বেআইনি’ বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোলের বেঞ্চ জানিয়ে দিয়েছিল, ৩১ জুলাইয়ের পরে আর ওই পদে থাকতে পারবেন না সঞ্জয়। কিন্তু তাঁর মেয়াদ আরও বাড়ানোর আরজি জানিয়ে কেন্দ্র দ্বারস্থ হল শীর্ষ আদালতের।

[আরও পড়ুন: লোকসভায় হাতছাড়া হতে পারে বাংলার ৩ আসন, আরও পাঁচে জয় নিয়ে সংশয়! চিন্তায় কেন্দ্রীয় BJP]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement