Advertisement
Advertisement
Onion prices

আর চোখে জল নয়, এবার জলের দরেই পিঁয়াজ বেচবে কেন্দ্র

দেশের প্রায় সব প্রান্তেই পাওয়া যাবে সস্তার পিঁয়াজ।

Centre launches aggressive retail sale of onions at ₹ 25 Per Kg | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 5, 2023 3:02 pm
  • Updated:November 5, 2023 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও ৮০, কোথাও ৯০। নভেম্বরের শুরুতে পিঁয়াজ কিনতে গিয়ে চোখে জল আসছে আমজনতার। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে যা কিনা চিন্তার কারণ হতে পারে বিজেপির জন্য। সেকারণেই পিঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে তড়িঘড়ি আসরে নামল কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে এবার মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পিঁয়াজ।

ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা নাফেদ (NAFED), রাজ্যগুলির খাদ্যদপ্তরের সঙ্গে যুগ্মভাবে পিঁয়াজ বিক্রি করবে। তাও মাত্র ২৫ টাকা কিলো দরে। তবে একজন ক্রেতা একসঙ্গে ২ কেজির বেশি পিঁয়াজ কিনতে পারবেন না। কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রাথমিকভাবে কয়েকটি বড় শহরে সস্তায় পিঁয়াজ বিক্রি শুরু হয়েছিল। কিন্তু এবার সেটা বৃহত্তরভাবে গোটা দেশে বিক্রি হবে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]

জানা গিয়েছে নাফেদ দেশের মোট ২১টি রাজ্যের ৩২৯টি স্টলে ২৫ টাকা কেজি দরে পিঁয়াজ বেচবে। শুধু নাফেদ নয়, পিঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আরেক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনও আসরে নামছে। দেশের ২০টি রাজ্যে তাদেরও ৪৫৭টি নিয়ন্ত্রিত বাজার রয়েছে। সেখানেও ২৫ টাকা করে মিলবে পিঁয়াজ।

[আরও পড়ুন: ইডেনে টিকিটের কালোবাজারি, এবার সরাসরি BCCI সভাপতি রজার বিনিকে নোটিস পুলিশের]

উৎসবের মরশুমে বাড়তে থাকা চাহিদা ও জোগানের ঘাটতির মেলবন্ধনের কারণেই পিঁয়াজের দামবৃদ্ধি। তাছাড়া এবার বহু রাজ্যে বৃষ্টির পরিমাণ গড় পরিমাণের চেয়ে কম।  এদিকে মহারাষ্ট্র সরকার পিঁয়াজ রপ্তানির উপর ৩০ শতাংশ কর চাপিয়েছে। ফলে অন্য রাজ্যে সেই পিঁয়াজ পৌঁছলেও দাম মোটেও কমবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement