প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি সতর্কতা জারি করা হয়েছে। গতকাল, সোমবার সমস্ত আর্থিক নিয়ন্ত্রক এবং প্রয়োগকারী প্রতিষ্ঠান, পাশাপাশি ব্যাঙ্কের উদ্দেশেও জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রের দাবি, সম্ভবত পাঁচশো টাকার এক ধরনের জাল নোট বাজারে প্রবেশ করেছে। এব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কীভাবে আলাদা করা যাবে আসল-নকল? স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আসল ও নকলের মধ্যে ফারাক করা বেশ কঠিন। তবে একটু খেয়াল করলেই দেখা যাবে ‘বানান বিভ্রম’ই চিনিয়ে দিচ্ছে জাল নোটকে। কেননা নকল নোটে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র ইংরেজি বানানের একবার ‘ই’-এর পরিবর্তে ‘এ’ রয়েছে। তবে এই ভুল যে চট করে নজর এড়িয়ে যেতে পারে এই নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছে কেন্দ্র। তাই জানিয়ে দেওয়া হয়েছে, অর্থের লেনদেনের সময় আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষদেরও বলা হয়েছে, তাঁরাও যেন এই বিষয়ে সতর্ক থাকেন। এবং কোনওরকম সন্দেহজনক নোট পেলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
ভারতীয় বাজারে কত জাল নোট প্রবেশ করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এক ঊর্ধ্বতন তদন্তকারী অফিসার সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন যে, একবার এই ধরনের নোট চালু হয়ে গেলে, কোনও সংস্থাই সঠিকভাবে পরিমাণ নির্ধারণ করতে পারে না। কেননা জাল নোট সংক্রান্ত তথ্য বিভিন্ন উৎস থেকে গোয়েন্দাদের কাছে আসে। যার মধ্যে জনসাধারণের ব্যাংকে জমা দেওয়া নোটও অন্তর্ভুক্ত। তবে, তিনি আরও বলেন যে প্রকৃত সংখ্যা সম্ভবত অনুমানের থেকেও বেশি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘নোটবন্দি’র সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এর ফলে কালো টাকা উদ্ধারের পাশাপাশি জাল নোট ও দুর্নীতি রোখা অনেকটাই সম্ভব হবে। কিন্তু এরপরও জাল নোটের দৌরাত্ম্য থামেনি। ফের নতুন করে জাল নোটের বাজারে প্রবেশ ঘিরে সতর্কতা জারি করল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.