সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Small savings schemes) সুদের হার বৃদ্ধি করল কেন্দ্র। বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেবে (অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর) ১০ থেকে ৩০ বেসিস পয়েন্ট বেড়েছে সুদের হার। ফলে তা রয়েছে ৪ থেকে ৮.২ শতাংশের মধ্যে। শুক্রবারই অর্থমন্ত্রক একটি বিবৃতি পেশ করে এই নতুন সুদের হার (Interest rates) সম্পর্কে জানিয়েছে।
প্রতি ৩ মাস অন্তরই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার পর্যালোচনা করে কেন্দ্র। নতুন ঘোষণায় পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ০.৩ শতাংশ বেড়েছে সুদের হার। এই বৃদ্ধির হার সর্বাধিক। অর্থাৎ রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.২ শতাংশ থেকে বেড়ে ৬.৫ শতাংশ হয়েছে। আবার ১ বছরের জন্য পোস্ট অফিসে ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ০.১ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হয়েছে।
তবে ৩ থেকে ৫ বছরের ক্ষেত্রে তা অপরিবর্তিত রয়েছে ৭ ও ৭.৫ শতাংশে। অন্যদিকে পিপিএফ ও সেভিংস ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার অপরিবর্তিত। একই ভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও অন্যান্য ক্ষেত্রেও সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.