Advertisement
Advertisement

এক দেশ, এক নির্বাচনের পথেই দেশ? জল্পনার মধ্যেই নয়া কমিটি গড়ল কেন্দ্র

ইতিমধ্যেই আইন কমিশন 'এক দেশ এক নির্বাচন' নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

Centre forms panel on 'one nation, one election' | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 1, 2023 10:32 am
  • Updated:September 1, 2023 10:32 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: এবার কি সত্যিই এক দেশ-এক নির্বাচনের পথে এগোচ্ছে দেশ? লোকসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে রহস্যের মধ্যেই কেন্দ্র এবার বড়সড় পদক্ষেপ করল। এক দেশ-এক নির্বাচন কার্যকর করানোর সম্ভাবনা কতটা? সেটা নিয়ে আলোচনার জন্য আলাদা কমিটি গড়ল মোদি সরকার।

সূত্রের খবর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা। সেক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে, বা সেই সমস্যার সমাধান কী সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেবে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি।

Advertisement

[আরও পড়ুন: গঙ্গার গ্রাসে একের পর এক বাড়ি, আতঙ্কে দিন গুজরান সামশেরগঞ্জের বাসিন্দাদের]

উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। সেই গুঞ্জনের মধ্যেই এই কমিটি গঠনের খবর বেশ তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: ‘ধর্ষণের হাত থেকে বাঁচতে চাইলে বেশি মদ খাওয়া ছাড়ুন’ ইটালির প্রধানমন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক]

আসলে এই ‘এক দেশ, এক নির্বাচনের’ পরিকল্পনার কথা অনেকদিন ধরেই বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদের নতুন ভবনের উদ্বোধনের সময়ও তাঁর মুখে এই পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। সেই ২০১৪ সাল থেকে বিজেপির ইস্তাহারে আছে এক দেশ এক নির্বাচন কার্যকর করার প্রতিশ্রুতি। সেটা নিয়ে এবার যে গুরুত্ব দিয়ে ভাবা শুরু হয়েছে সেটা স্পষ্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement