সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটিতে গুরুত্ব বাড়ছে বিজেপির শরিক দলগুলির। বুধবার নিরাপত্তা, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ক-সহ আটটি ক্যাবিনেট কমিটি গড়েছে মোদি সরকার। ওই কমিটিগুলিতে এনডিএ-র শরিক দলগুলির মন্ত্রীদের উপস্থিতি আগের চেয়ে অনেকটা বেড়েছে।
বুধবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন। অর্থাৎ এই ক্যাবিনেট কমিটিটি সম্পূর্ণরূপে নিজেদের হাতে রাখছে বিজেপি। জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপস করতে নারাজ গেরুয়া শিবির। তবে অন্য ক্যাবিনেট কমিটিগুলিতে খানিকটা আপস করতে হয়েছে গেরুয়া শিবিরকে। অর্থনৈতিক বিষয়ক কমিটিতে রয়েছেন ভারী শিল্প ও ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামী, পঞ্চায়েতি রাজ এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং) এবং আরও অনেকে।
রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে আবার বিজেপির (BJP) শীর্ষ নেতাদের পাশাপাশি ঠাঁই পেয়েছেন টিডিপির কে রামমোহন নায়ডু, হামের জিতনরাম মাঝি। তবে আটটি ক্যাবিনেট কমিটিতেই বেশিরভাগ সদস্য বিজেপির। সব কমিটিতেই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও অধিকাংশ কমিটিতে রয়েছেন রাজনাথ সিং, নীতীন গড়করিরা।
কেন্দ্রের ক্যাবিনেট কমিটিগুলিতে এনডিএ (NDA) শরিকদের গুরুত্ব বাড়া বেশ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে কেন্দ্র ও রাজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আলোচনা হয়, আর অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে সমস্ত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা হয়। ওয়াকিবহাল মহলের মতে, এই কমিটিগুলিতে শরিকরা জায়গা পাওয়ার অর্থ বিজেপি আর একচ্ছত্রভাবে এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় নেই। অর্থাৎ এতদিন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি একচ্ছত্রভাবে যাবতীয় সিদ্ধান্ত নিত, সেটা আর হচ্ছে না। বিজেপি (BJP) একার জোরে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন শরিক-নির্ভর। সেটা স্পষ্ট ক্যাবিনেট কমিটি গঠনের ক্ষেত্রেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.