সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বাভাবিক হচ্ছে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight)। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, কোভিড (COVID) অতিমারীর কারণে বন্ধ থাকা পরিষেবা এবার স্বাভাবিক হতে চলেছে। আগামী ২৭ মার্চ থেকেই শুরু হবে স্বাভাবিক পরিষেবা। অর্থাৎ ওইদিন থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় কোনও রকম নিষেধাজ্ঞা থাকবে না।
২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয় ভারত। মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।
Govt of India has decided to resume scheduled commercial international passenger services to/from India from 27.03.2022. International operations shall be subject to strict adherence to Ministry of Health guidelines for international travel: Civil Aviation Ministry pic.twitter.com/3dfVgTbrm0
— ANI (@ANI) March 8, 2022
চলতি বছরের ১৯ জানুয়ারিতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ওই নির্দেশিকায় জানানো হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এরপরই কেন্দ্রের এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। অবশেষে কয়েক দিনের মধ্যেই মিলল সুখবর।
উল্লেখ্য, দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভাবে উন্নতি ঘটেছে। দৈনিক সংক্রমণ নেমে দাঁড়িয়েছে ৪ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ কোভিড লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। এবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.