Advertisement
Advertisement

চার বছর পর বিমানের জ্বালানিতে শুল্ক কমাল কেন্দ্র

বিমান সংস্থাগুলির ক্ষতির পরিমাণ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত৷

Centre cuts excise duty on jet fuel to 11%
Published by: Kumaresh Halder
  • Posted:October 11, 2018 3:12 pm
  • Updated:October 11, 2018 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান সংস্থার চাহিদা মেটাতে প্রায় চার বছর পর উড়ানের জ্বালানিতে তিন শতাংশ শুল্ক কমাল কেন্দ্র৷ বিমান সংস্থাগুলির ক্ষতির পরিমাণ কমানোর লক্ষ্যেই বৃহস্পতিবার ১১ শতাংশ এক্সাইজ ডিউটি কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে নরেন্দ্র মোদির সরকার৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার থেকেই শুল্ক কমানোর নির্দেশ কার্যকর হবে বলে জানা জানানো হয়েছে৷

Advertisement

[পুজো অনুদান মামলা এবার সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি]

শেষবার ২০১৪ সালের মার্চে কেন্দ্রের তরফে বিমানের জ্বালানির উপর শুল্ক ৮ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়৷ কিন্তু, ২০১৪ সালের পর থেকে হু হু করে জ্বালানি তেলের দাম বাড়লেও শুল্ক কমানোর পথে পা বাড়ায়নি কেন্দ্র৷ বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে গিয়ে ক্ষতির বহরও বাড়তে শুরু করে বিমান সংস্থাগুলির৷ প্রভাবও পড়তে থাকে উড়ান পরিষেবায়৷ অবশেষে বিমান সংস্থার চাপের মুখে নতিস্বীকার করে জ্বালানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এই মুহূর্তে দিল্লিতে বিমানের জ্বালানি প্রতি কিলোলিটার ৭৪,৫৬৭ ও মুম্বইয়ে ৭৪,১৭৭টাকায় কিনতে হচ্ছে সংস্থাগুলিকে৷ বিমানের জ্বালানির উপর ১১ শতাংশ শুল্ক কমানোর বিজ্ঞপ্তি কার্যকর হওয়ার জেরে কিছুটা হলেও ক্ষতির অংক কমাবে বিমান সংস্থাগুলির৷  

[বাংলায় ধেয়ে আসছে তিতলি, শ্রীকাকুলামে প্রাণহানি ২ জনের]

এর আগে খোলা বাজারে পেট্রল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে আড়াই টাকা দাম কমিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রের তরফে দেড় টাকা ও তেল সংস্থার তরফে এক টাকা কমানোর কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে, আড়াই টাকা কমানোর সিদ্ধান্ত নিলেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা৷ কিন্তু, কেন এই বিরোধিতা? পরিসংখ্যান বলছে, ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত ৯ দফায় উৎপাদন শুল্ক বেড়েছে৷ তাতে পেট্রলের দাম বেড়েছে ১১ টাকা ৭৭ পয়সা ও ডিজেল ১৩ টাকা ৪৭ পয়সা। উৎপাদন শুল্ক কমেছে, দু’বার।

[অনুবাদের ভুলেই বিভ্রান্তি, বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে সাফাই গড়করির]

তবে, এত দিন শুল্ক না কমানোর ব্যাপারে অর্থ মন্ত্রকের যুক্তি ছিল, লিটারে ১ টাকা শুল্ক কমালে গোটা আর্থিক বছরে ১৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। সেই হিসেবে এ দিন দেড় টাকা উৎপাদন শুল্ক কমানোয় চলতি অর্থবর্ষের বাকি ছ’মাসে সাড়ে দশ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে৷ এক্ষেত্রেও বিমানের জ্বালানিতে শুল্ক কমানোর সিদ্ধান্তে কেন্দ্রের রাজস্বও বেশ খানিকটা কমবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement