সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা, গরু পাচারের মতো মামলার তদন্তের গতি রুখতেই বাংলায় সিবিআই প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। রাজ্যের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করল কেন্দ্র। মোদি সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) যুক্তি, কেন্দ্র-রাজ্য বিবাদের ধুয়ো তুলে তদন্তের গতি প্রভাবিত করতে চাইছে রাজ্য সরকার।
রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্তের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিবাল (Kapil Sibbal) নিজেদের যুক্তি তুলে ধরেন। মেহতা মামলা খারিজ করে দেওয়ার আর্জি জানালে পালটা যুক্তি দিয়েছেন সিবাল। সিবাল জানান, তদন্ত বন্ধ করতে বলা হচ্ছে না। সিবিআই এফআইআর করতে পারে কিনা, সিবিআইয়ের এক্তিয়ারের প্রশ্নই এখানে উঠছে।
কপিল সিব্বাল বলেছেন, সিবিআই বহু ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত করে। সিবাল উল্লেখ করেন সিবিআই কোনও বিধিবদ্ধ আইন দিয়ে তৈরি হয়নি। শুধু মাত্র সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তা হয়েছিল। তাই এই সংস্থা রাজ্য সরকার সম্মতি না দিলে তদন্ত চালিয়ে যেতে পারে না। সিবিআইয়ের আচরণ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আবার মেহতা মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি সিবিআই একটি স্বাধীন সংস্থা, তার তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই। মামলা খারিজ করে দেওয়া হোক বলেও দাবি করেছেন তিনি। মামলাটির আগামী শুনানি হবে ২৩ নভেম্বর।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসার নিয়ে কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার জেরে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই (CBI) তদন্ত করতে পারে কিনা সেই প্রশ্ন তুলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.