Advertisement
Advertisement

বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে ‘অটল জল’ প্রকল্প শুরু করল কেন্দ্র

দেশের সাতটি রাজ্যের ৮,৩৫০টি গ্রামে এবং ৭৮টি জেলায় এই প্রকল্প চালাবে কেন্দ্র।

Centre approves Rs 6,000-Crore for Atal Jal Yojana
Published by: Monishankar Choudhury
  • Posted:December 25, 2019 9:34 am
  • Updated:December 25, 2019 9:34 am  

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনের আগেই তাঁকে শ্রদ্ধা জানিয়ে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ভূগর্ভস্থ জলকে আরও ভালভাবে ও সচেতনতার সঙ্গে ব্যবহার করার জন্য দেশব্যাপী একটি প্রকল্প নিতে চলেছে কেন্দ্র সরকার। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘অটল ভূ-জল যোজনা বা ‘অটল জল’। আগামী পাঁচ বছর দেশের সাতটি রাজ্যের ৮,৩৫০টি গ্রামে এবং ৭৮টি জেলায় এই প্রকল্প চালাবে কেন্দ্র। এই প্রকল্পের জন্য ৬০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ অর্থ বিশ্বব্যাংকের  তরফে ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি অর্থ দেবে কেন্দ্র।

Advertisement

সেই সঙ্গে, বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে রোহতগে যে টানেল তৈরি করছে কেন্দ্রীয় সরকার তার নাম ‘অটল টানেল’ করার সিদ্ধান্তেও এদিন সায় দিয়েছে মন্ত্রিসভা। ৮.৮ কিলোমিটারের এই টানেল ৩০০০ মিটার উচ্চতায় সবথেকে বড় টানেল। এই টানেল মানালি ও লে’র মধে্য ৪৬ কিলোমিটারের দূরত্ব কমিয়ে দেবে এবং পরিবহণের ক্ষেত্রে অনেক অর্থ সঞ্চয় হবে। এই সিদ্ধান্তের জন‌্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

[আরও পড়ুন: এনআরসি ইস্যুতে ফের সরব প্রশান্ত কিশোর, এবার বিঁধলেন রাহুল গান্ধীকে]

উল্লেখ‌্য, আজ বুধবার ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লখনউয়ের লোকভবনে তাঁর একটি ২৫ ফুট উঁচু মূর্তি উদ্বোধন করবেন। লখনউ থেকে অটলবিহারী বাজপেয়ী পাঁচবার লোকসভা আসনে জিতেছিলেন। সেই জন্যই লখনউয়ে তাঁর জন্মবার্ষিকীতে এই মূর্তি স্থাপন করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement