Advertisement
Advertisement
Central will introduce capital punishment in mob lynching cases। Sangbad Pratidin

গণপিটুনিতে জড়িত থাকলে ১০ বছর পর্যন্ত জেল, কঠোর আইন আনছে কেন্দ্র

গণপিটুনিতে যুক্ত সবার জন্য একই শাস্তি।

Central will introduce capital punishment in mob lynching cases। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 14, 2023 8:42 am
  • Updated:November 4, 2023 6:18 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: গণপিটুনিতে কড়া আইন আনার পথে হাঁটতে পারে কেন্দ্র সরকার। দণ্ড সংহিতার নতুন যে তিন বিল সংসদে পেশ করা হয়েছে, তার উপর বুধবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে আগামিদিনে গণপিটুনিতে যুক্ত সবার জন্য একই শাস্তির ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে। গণপিটুনিতে কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট ঘটনায় সব অপরাধীর ক্ষেত্রেই নূন্যতম সাত থেকে দশ বছর শাস্তির ব্যবস্থা নতুন বিলে রাখার কথা উঠেছে বৈঠকে। এদিনের বৈঠকে হাজির এক আইনজীবীর তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হলে, তাতে কমিটিতে থাকা বিজেপির সদস্যরা সমর্থন করেছেন বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রায় ৩০ মিনিটের বক্তব্য রাখার সময়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আইনের বিভিন্ন ক্ষেত্রের ১৬ জন বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকাও পেশ করেছেন। যাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি মদন বি লকুড়ের পাশাপাশি বিখ্যাত আইনজীবী ফলি নরিম্যান, ৩৭৭ মামলার সঙ্গে যুক্ত আইনজীবী মানেকা গুরুস্বামীর নামও রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকের শেষদিকে ইন্ডিয়ার সদস্য ডিএমকের এলাংগোও একই তালিকা তুলে ধরেছেন।

Advertisement

[আরও পড়ুন: বৈঠকের দিনও সমন্বয় কমিটির সদস্যর নাম পাঠাল না CPM, তৃণমূলের স্পর্শ এড়াতে দ্বিমুখী অবস্থান?]

বৈঠকের পর ডেরেক বলেন, “দীর্ঘদিন ধরে যে সমস্ত আইনগুলি রয়েছে তা বদল করার জন্য যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে গরিব, দলিত, আদিবাসীরা কোনও অসুবিধার মধ্যে না পড়ে সেই বিষয়টি মাথায় রেখে সরকারের খুবই সতর্কতা অবলম্বন করে ভেবেচিন্তে আইন আনা উচিত, এভাবে তড়িঘড়ি করে নয়।” কমিটিতে বাংলার সাংসদ দিলীপ ঘোষও রয়েছেন। বিরোধীরা বিলগুলি নিয়ে অযথা দেরি করতে চাইছে বলে বারবারই অভিযোগ করেছেন।

এদিকে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিতর্কিত বিল পেশের কথা বুধবার লোকসভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগেই বিলটি সংসদের বাদল অধিবেশনে রাজ‌্যসভায় পেশ হয়েছিল। আসন্ন বিশেষ অধিবেশনে বিতর্কিত সেই বিল পেশ করা হবে বলে জানাল নরেন্দ্র মোদি সরকার।

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটের প্রথম জনসভা ভোপালে, সমন্বয় কমিটির বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement