সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাস পর্যন্ত বিনা টিকিটের যাত্রী ও অনিয়মিত যাত্রীদের থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে ভারতীয় রেল৷ উপার্জিত এই অর্থের পরিমাণ প্রায় ৫৯.৩৬ কোটি টাকা৷ জানা গিয়েছে, এই সম্পূর্ণ রোজগারই হয়েছে বিনা টিকিটের যাত্রীদের থেকে প্রাপ্ত ফাইন এবং অনিয়মিত যাত্রীদের কাটা টিকিট মূল্য থেকে৷ গত কয়েক বছরে এই বিপুল পরিমাণ অর্থ উক্ত খাতগুলি থেকে আয় হয়নি বলেই রেলমন্ত্রক জানিয়েছে৷ রোজগার বাড়লেও বিনা টিকিটে রেল যাত্রার প্রবণতাকে হালকাভাবে নিতে নারাজ রেল আধিকারিকদের একটা অংশ৷ এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, রেলমন্ত্রকের এত কড়াকড়ি ও প্রচার সত্ত্বেও কেন বাড়ছে বিনা টিকিটে সফরের পরিমাণ৷
[মুম্বইয়ে আটক ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডল ]
রেলমন্ত্রক সূত্রে খবর, ২০১৭-তে জুন মাস পর্যন্ত খাতায়-কলমে রেলের কাছে জমা পড়েছিল ২.৫৮ লাখ বিনা টিকিটে সফর করার অভিযোগ৷ চলতি বছরে একই সময়ে সংখ্যাটা বেড়ে গিয়েছে প্রায় ২৭ শতাংশ৷ এবছর জুন মাস পর্যন্ত বিনা টিকিটে রেল যাত্রার অভিযোগ জমা পড়েছে ৩.২৬ লাখ৷ এছাড়া, অনিয়মিত যাত্রীদের থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত রেলের আয় হয়েছে ১৭.২ কোটি টাকা৷ রেলমন্ত্রকের এক শীর্ষ অধিকারিকরা জানান, বিনা টিকিটের যাত্রার অভিযোগ যেহেতু বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বেড়েছে রোজগারের পরিমাণ৷কারণ, রোজগারটা এসেছে বিনা টিকিটের যাত্রীদের শাস্তিস্বরূপ প্রাপ্ত অর্থ ও অনিয়মিত যাত্রীদের কাটা টিকিট মূল্য থেকেই৷
[লাদাখে নিখোঁজ পেম্বা শেরপা, আটবারের এভারেস্টজয়ীর খোঁজে চলছে অভিযান]
রেলের রোজগার বাড়লেও, বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ রেল আধিকারিকদেরই একটা অংশ৷ তাদের মতে, অভিযোগের সংখ্যা বাড়ার অর্থ এক, সাধারণ মানুষের মধ্যে বিনা টিকিটে রেল যাত্রার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে এটা প্রমাণিত হওয়া৷ দুই, সাধারণ মানুষের মধ্যে টিকিট কাটার সচেতনতা তৈরিতে ব্যর্থ রেল তা প্রতিষ্ঠিত হওয়া৷ যা আগামীর জন্য অবশ্যই বিপদজ্জনক বলে মনে করছে ওই অংশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.