Advertisement
Advertisement
TMC in Delhi

তৃণমূলের সঙ্গে দেখা করতে রাজি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কী পদক্ষেপ নেবেন অভিষেক?

রাতে সৌগত রায়ের বাড়ির বৈঠকে চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত।

Central minister of State may meet TMC delegation at Krishi Bhaban, what will be party's stand? Abhishek Banerjee will decide
Published by: Sucheta Sengupta
  • Posted:October 1, 2023 7:41 pm
  • Updated:October 1, 2023 9:19 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: হাজারও প্রতিকূলতা পেরিয়ে প্রাপ্য আদায়ের দাবিতে তৃণমূলের (TMC) ‘দিল্লি চলো’ অভিযানের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই রাজধানীর বুকে হাজির বাংলার বঞ্চিতরা। সোমবার, গান্ধীজয়ন্তীতে রাজঘাটে ধরনা কর্মসূচি দিয়ে তা শুরু। ৩ তারিখ কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের(Giriraj Sing) সঙ্গে দেখা করতে চান তাঁরা। কিন্তু মন্ত্রী ওইদিন থাকবেন না বলে জানিয়েছেন। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন। কিন্তু তাতে কি সম্মত তৃণমূল? তা স্থির করতেই রবিবার দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) বাড়িতে রণকৌশল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাজির থাকবেন দলের সাংসদ, বিধায়করা।

Advertisement

৫৮, লোধি এস্টেট, নয়া দিল্লি। সৌগত রায়ের বাসভবন। সোম-মঙ্গলের মেগা কর্মসূচির আগে রবিবার রাত ৮টায় এখানেই মিলিত হচ্ছেন তৃণমূল নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রণকৌশল বৈঠক। সেখানেই স্থির হবে আগামী ৩ তারিখ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূলের সঙ্গে দেখা না করলে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর বদলে প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বিশেষ রাজি নন অভিষেক নিজে। 

[আরও পড়ুন: সস্তায় সোনার বিগ্রহ কিনতে গিয়ে বিপত্তি! কুলতলিতে প্রতারকের মারে গুরুতর জখম ক্রেতা]

দিল্লি পৌঁছে বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, ”বিজেপি এই দিল্লি চলো কর্মসূচিকে ভয় পেয়েছে। ইয়ে ডর হমে আচ্ছা লাগা। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সঙ্গে দেখা করার সময় পাচ্ছেন, আর তৃণমূলের সঙ্গে দেখা করতে পারবেন না? এ থেকেই তো সব বোঝা যাচ্ছে।” এদিন রাতে সৌগত রায়ের বাসভবনে একে একে পৌঁছে যান দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। বীরবাহা হাঁসদা, গৌতম দেব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা সকলে বৈঠকে যোগ দিয়েছেন।

দেখুন ভিডিও:

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement