Advertisement
Advertisement

Breaking News

গিরিরাজ সিং

ইফতারে যোগ দিয়ে গিরিরাজের নিশানায় নীতীশ, এনডিএ জোটে ভাঙনের ইঙ্গিত

সুযোগ বুঝে পুরনো সঙ্গী জেডিইউ-কে জোটে স্বাগত জানাল লালুর দল৷

Central Minister Giriraj Singh slams Nitish Kumar on Iftar issue
Published by: Tanujit Das
  • Posted:June 4, 2019 3:24 pm
  • Updated:June 4, 2019 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে আদৌ কি জমাটি রয়েছে বিজেপি-জেডিইউ জোট রসায়ন? কোনওভাবে উলটো স্রোত বইছে না তো জোট সমীকরণে? দ্বিতীয় মোদি সরকারের নয়া মন্ত্রিসভা গঠনের পর থেকে জাতীয় রাজনীতির মঞ্চে এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ আর মঙ্গলবার তাতেই নয়া মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য এবার তিনি সরাসরি আক্রমণ করলেন জোটসঙ্গী জেডিইউ এবং এলজেপি সুপ্রিমোদের৷ মঙ্গলবার টুইটারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে সরব হলেন বিহারের বেগুসরাইয়ের এই সাংসদ৷

[ আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা  ]

Advertisement

এদিন সকালে টুইটারে নীতীশ কুমার ও রামবিলাস পাসোয়ানের কয়েকটি ছবি পোস্ট করেন গিরিরাজ সিং৷ কটাক্ষের সুরে লেখেন, ‘‘কত ভালই না হত যদি নবরাত্রিতে ফলাহার খেতে খেতে ওঁনারা এমন সুন্দর ছবি তুলতেন? আমরা নিজের ধর্ম-কর্মেই পিছিয়ে থাকি, আর লোক দেখানো কাজে এগিয়ে যাই৷’’ কেন্দ্রীয় মন্ত্রীর এই সমালোচনার পরই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয় যে, আবার হয়ত এনডিএ জোট থেকে বেরিয়ে আসতে চলেছে জেডিইউ৷ কারণ মন্ত্রিসভায় সঠিক মর্যাদা না পাওয়ায় এমনিতেই মোদি-শাহর উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী৷ বিজেপি নেতৃত্ব তাঁর দাবিমতো নির্দিষ্ট সংখ্যক মন্ত্রিত্ব জেডিইউকে না দেওয়ায়, রাগে ইতিমধ্যে নয়া মন্ত্রিসভা বয়কট করেছেন নীতীশ কুমার৷ এবং রাজ্যে ফিরেই বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন তিনি৷ নতুন মন্ত্রিসভায় নিজের দলের আটজনকে ঠাঁই দিলেও, বিজেপির একজনকে জায়গা দেননি বিহারের মুখ্যমন্ত্রী৷ বিজেপির জন্য ছাড়া হয়েছে মাত্র একটি আসন৷

[ আরও পড়ুন: বিনামূল্যে মেট্রো সফরে ভিড় বাড়ছে মহিলাদের, হিমশিম দিল্লির মেট্রো কর্তৃপক্ষ ]

একদিকে যখন, বিহারে বিজেপি-জেডিইউ জোট ভাঙার গুঞ্জন চড়াদামে বিক্রি হচ্ছে৷ ঠিক তখনই সুযোগ বুঝে আবারও পুরনো সঙ্গীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি৷ জেডিইউ আবারও জোটে ফিরতে চাইলে, তাঁদের কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন আরএলডির সহ-সভাপতি রঘুবংশ প্রসাদ সিং৷ লালুঘনিষ্ঠ এই নেতা জানান, জোটে জেডিইউ প্রধানকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত৷ যদিও এই বিষয়ে জেডিইউয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement