সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃহারা হলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বুধবার নয়াদিল্লির গুরুগ্রামের এক হাসপাতালে মৃত্যু হয় বাবুলের মা সুমিত্রা বড়ালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২।
করোনা পজিটিভ হওয়ায় তিন সপ্তাহ ধরেই গুরুগ্রামের (Gurugram) একটি হাসপাতালে ভরতি ছিলেন বাবুল সুপ্রিয়র মা। সাত দিন আগেই সুমিত্রা বড়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু, তারপরই বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হওয়ায় বুধবার রাত দশটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন আসানসোলের বিজেপি সাংসদের মা সুমিত্রা বড়াল। বাবুলের বাবাও করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভরতি হয়েছিলেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। যদিও বাবুলের মা হাসপাতালেই ভরতি ছিলেন।
বুধবার রাতেই এই খবর পেয়ে শোকজ্ঞাপন করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি টুইট করেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়র মায়ের আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত। আমরা ওনার আত্মার চির শান্তি কামনা করি ও তাঁর পরিবারের পাশে সর্বদা আছি।’
ভারত সরকারের প্রতিমন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়োর মায়ের আকস্মিক প্রয়ানে আমরা শোকাহত। আমরা ওনার আত্মার চির শান্তি কামনা করি ও তাঁর পরিবারের পাশে সর্বদা আছি। 🙏
— Locket Chatterjee (@me_locket) December 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.