Advertisement
Advertisement

Breaking News

Babul Supriyo's mother died

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল

তিন সপ্তাহ ধরে তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে ভরতি ছিলেন।

Bangla news: Central minister Babul Supriyo's mother died in delhi। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 10, 2020 9:13 am
  • Updated:December 10, 2020 9:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃহারা হলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বুধবার নয়াদিল্লির গুরুগ্রামের এক হাসপাতালে মৃত্যু হয় বাবুলের মা সুমিত্রা বড়ালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২।

করোনা পজিটিভ হওয়ায় তিন সপ্তাহ ধরেই গুরুগ্রামের (Gurugram) একটি হাসপাতালে ভরতি ছিলেন বাবুল সুপ্রিয়র মা। সাত দিন আগেই সুমিত্রা বড়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু, তারপরই বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

Advertisement

[আরও পড়ুন: কৃষক বিক্ষোভের নেপথ্যে চিন-পাকিস্তানের ষড়যন্ত্র! এবার বললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী]

হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হওয়ায় বুধবার রাত দশটা নাগাদ শেষ নিশ্বাস ত‌্যাগ করেন আসানসোলের বিজেপি সাংসদের মা সুমিত্রা বড়াল। বাবুলের বাবাও করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে ভরতি হয়েছিলেন। কয়েকদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। যদিও বাবুলের মা হাসপাতালেই ভরতি ছিলেন।

বুধবার রাতেই এই খবর পেয়ে শোকজ্ঞাপন করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি টুইট করেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়র মায়ের আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত। আমরা ওনার আত্মার চির শান্তি কামনা করি ও তাঁর পরিবারের পাশে সর্বদা আছি।’

[আরও পড়ুন: কংগ্রেসের আপত্তি সত্ত্বেও এবার কর্ণাটক বিধানসভায় পাশ গোহত্যা বিরোধী বিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement