সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আবাস যুদ্ধে’ সরগরম রাজধানী। দিল্লি দরবার কাঁপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘বঞ্চিত’দের নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে কার্যত মহাসংগ্রাম শুরু করেছেন তিনি। পালটা সরব হয়েছে বিজেপিও। অভিষেকের ‘বঞ্চনা’ তোপের পালটা ‘দুর্নীতি’ অস্ত্রে শান দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এদিন রাজঘাটে তৃণমূল কংগ্রেসের ধরনা ঘিরে তৈরি হয় উত্তেজনা। শান্তির পীঠস্থানে দিল্লি পুলিশ বিদ্ধ হয় হিংসা ছড়ানোর অভিযোগে। তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় দিল্লি পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের। তারপরই অভিষেক তোপ দাগেন, “রাজঘাটে গণতন্ত্রের নমুনা দেখিয়েছে বিজেপি।” এদিন সন্ধ্যায় দিল্লিতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকের পর অভিষেক বলেন, “কেন্দ্র ট্যাক্স না নিলে একশো দিনের টাকা চাইবে না রাজ্য। এক লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে কেন্দ্র। আর বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য।” সেই সঙ্গে সাফ জানালেন, বাংলার বকেয়া নিয়েই ফিরবেন। যোগী রাজ্যে ৬০ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে বলে দাবি করে উত্তরপ্রদেশ সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক।
তারপরই দিল্লিতে পালটা সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “সারদা নারদা তো বটেই মনরেগার নামেও লুট হয়েছে। দু’তলা তিনতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেয়েছে। এতো অনিয়ম কেন। বারবার রিপোর্ট চাওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার জবাব দেয়নি। আগে তো কাটমানি খেত, এখন তো পুরো টাকাটাই চলে যাচ্ছে। এর জবাব দেবেন মমতা দিদি। ইউইপিএ আমল থেকে এনডিও আমলে বরাদ্দ বেড়েছে। ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাকে। যারা গরীবের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, একশো দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে আজ দিনভর দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল তৃণমূলের। নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে (Raj Ghat) ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসেন বাংলার শাসকদলের নেতাকর্মীরা। বিকেলে ছাত্র-যুবদের নেতৃত্বে নতুন সংসদ ভবনের সামনে জড়ো হন তৃণমূল কর্মী, সমর্থক ও শ্রমিক-কৃষকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.