সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে কাশ্মীরের হামলা চালাতে পারে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। শনিবার গোয়েন্দা সূত্রে এই খবর মিলতেই চরম সতর্কতা জারি করা হল কাশ্মীরে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি কাশ্মীরের জেল থেকে প্রায় ৩০ জন বন্দিকে লখনউয়ের জেলে স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১২ থেকে ১৫ আগস্টের মধ্যে জঙ্গিরা হামলা করতে পারে বলে জানানো হয়েছে গোয়েন্দা সূত্রে।
তবে শুধু কাশ্মীর নয়, উত্তর-পূর্ব ভারতেও জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। আর এতে শুধু পাকিস্তান নয়, জড়িত থাকতে পারে আফগানিস্তানের কিছু জঙ্গিও। সমুদ্র পথে জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারে বলে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। সেই মোতাবেক দেশের সমুদ্র উপকূলগুলিতে সতর্ক রয়েছে ভারতীয় নৌসেনা। যেকোনও হামলা ঠেকানোর জন্য তারা সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে তাদের তরফে।
এদিকে এর মাঝেই কাশ্মীরের পথে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরের ঘাঁটি গেড়েছেন তিনি। একদিকে কাশ্মীরিদের কোনও রকম হেনস্তা করতে যেমন সেনাকে নিষেধ করেছেন। অন্যদিকে স্থানীয়দের সঙ্গে খাওয়াদাওয়া করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তিনদিন আগে সোপিয়ানের রাস্তায় দেখা গিয়েছিল তাঁকে। আর শনিবার দেখা গেল অনন্তনাগের মেষপালকদের সঙ্গে কথা বলতে। অনন্তনাগের এক পশুবাজারে গাড়ি থেকে নেমে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে এক পশুপালককে ভেড়ার দাম, ওজন, তাদের কী খাওয়ানো হয় এইসব কথা জিজ্ঞাসা করেন। পাশাপাশি খবর নেন আসন্ন ইদের প্রস্তুতি সম্পর্কে।
ANANTNAG: National Security Advisor Ajit Doval interacts with locals in Anantnag, an area which has been a hotbed of terrorist activities in the past. #JammuAndKashmir pic.twitter.com/dUd7GPvS2W
— ANI (@ANI) August 10, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.