সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ইন্টারনেট পরিষেবায় ‘বিপ্লব’ আনতে চাইছে স্টারলিঙ্ক। ইতিমধ্যেই এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেছে তারা। কিন্তু এলন মাস্কের সংস্থার জন্য বেশ কয়েকটি কঠোর নিয়ম আনতে চলেছে কেন্দ্র। যদিও কেন্দ্রের মতে, বর্তমানে যেসব নিয়ম প্রচলিত রয়েছে সেগুলোই আরোপ করা হবে স্টারলিঙ্কের উপর।
গত মঙ্গলবার এয়ারটেলের তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার স্পেসএক্স ও এয়ারটেল একযোগে কাজ করবে। সম্ভবত এয়ারটেলই স্টারলিঙ্কের যন্ত্রপাতি বিক্রি করবে। এবং স্টারলিঙ্কের পরিষেবাও তারাই এদেশে বিক্রি করবে। সংস্থার তরফে জানানো হয়েছে। দুই সংস্থা মিলে গ্রামীণ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেবে। পরের দিনই জিওর সঙ্গেও গাঁটছড়া বাঁধার কথা জানায় স্টারলিঙ্ক। উল্লেখ্য, লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয় এলন মাস্কের স্টারলিঙ্ক। এক্ষেত্রে টাওয়ারের কোনও ভূমিকা থাকে না। যার ফলে দুর্গম পাহাড়ি এলাকাতেও নেটওয়ার্কের কোনও সমস্যা হয় না।
স্টারলিঙ্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও সেই টুইট পরে মুছে দেন তিনি। তার পরেই শোনা যায়, স্টারলিঙ্কের উপর বেশ কয়েকটি শর্ত আরোপ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল, ভারতে স্টারলিঙ্কের কন্ট্রোল সেন্টার তৈরি করতে হবে। কারণ আইনশৃঙ্খলা রক্ষা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো নানা কারণে অনেক সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হয়। সেটা করার জন্য ভারতে স্টারলিঙ্কের কন্ট্রোল সেন্টার থাকা প্রয়োজন। কেন্দ্রের সূত্রে দাবি, সেরকম পরিস্থিতি হলে তো আমেরিকায় গিয়ে স্টারলিঙ্কের দপ্তরের দরজা ঠকঠক করা যায় না।
এছাড়াও প্রয়োজন হলে ফোন কলে আড়ি পাতার অনুমতি দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে, এমন শর্ত রাখা হবে মাস্কের সংস্থার কাছে। তবে এসব নিয়মের প্রত্যেকটিই মেনে চলতে হয় জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলিকে। ভারতে পরিষেবা দিতে গেলে সেই একই নিয়ম মানতে হবে মাস্কের স্টারলিঙ্ককেও। সূত্রের খবর, নিরাপত্তাজনিত এই শর্তগুলি নিয়ে স্টারলিঙ্কের আধিকারিকরা ইতিমধ্যেই আলোচনা করছেন কেন্দ্র সরকারের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.