Advertisement
Advertisement

Breaking News

Russia-Ukraine War

এখনও রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আটকে বহু ভারতীয় ‘শ্রমিক’, তথ্য জানাল কেন্দ্র

কবে দেশে ফিরবেন যুদ্ধক্ষেত্রে আটকে থাকা ভারতীয়রা?

Central govt releases number of Indians stuck in Russia-Ukraine War | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 29, 2024 5:49 pm
  • Updated:February 29, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো কাজের সন্ধানে রাশিয়ায় (Russia) গিয়ে এখনও আটকে রয়েছেন ২০ জনেরও বেশি ভারতীয়। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

দিন কয়েক আগেই শোনা যায়, ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে রুশ সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন ভারতীয়রা। তেলেঙ্গানার সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এই চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তার পরেই গোটা ঘটনার প্রেক্ষিতে বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। বলা হয়, “আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।”

Advertisement

[আরও পড়ুন: তামিলনাড়ুতেও প্রায় চূড়ান্ত ইন্ডিয়া’র আসনরফা, বামেদের জন্য দরাজ স্ট্যালিন

তবে এই বিবৃতি প্রকাশের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও রাশিয়া থেকে সমস্ত ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জানান, “আপাতত জানতে পেরেছি অন্তত ২০ জন ভারতীয় এখনও রাশিয়াতে আটকে রয়েছেন। নিজেদের সেরাটা দিয়ে তাঁদের দ্রুত বের করে আনার চেষ্টা চলছে। আগেও আমরা এই সমস্যা নিয়ে বিবৃতি প্রকাশ করেছি। রাশিয়ায় থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছে। যুদ্ধক্ষেত্র বা সমস্যা সংকুল এলাকাগুলো এড়িয়ে যেতে অনুরোধ করছি তাঁদের। দিল্লি ও মস্কো দুই জায়গার রুশ আধিকারিকদের সঙ্গেই টানা যোগাযোগ রাখা হচ্ছে।” তবে আটকে থাকা ভারতীয়দের কতদিনের মধ্যে দেশে ফেরানো যেতে পারে সেই নিয়ে কিছু বলেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র।

প্রসঙ্গত, ওয়েইসি জানিয়েছিলেন তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে নির্মাণশ্রমিকের চাকরির ‘টোপ’ দিয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। কিন্তু সেদেশে পৌঁছতেই সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়। যুদ্ধে এক ভারতীয়ের মৃত্যুরও খবর মেলে। তবে কতজন ভারতীয়কে রাশিয়া থেকে ফেরানো গিয়েছে সেই বিষয়েও কোনও তথ্য নেই।

[আরও পড়ুন: রেললাইনের ধারে স্টোন চিপস ডাস্ট থেকেই আগুন আতঙ্ক, জামতাড়ার মৃত্যুর ঘটনায় নয়া মোড়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement