Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

সংঘাতে ইতি, কলেজিয়ামের সুপারিশেই সুপ্রিম কোর্টে দুই বিচারপতির নাম চূড়ান্ত করল কেন্দ্র

বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতায় একাধিকবার সরব হয়েছে কেন্দ্র।

Central Govt approves colleguim reccomendation for two Supreme Court judges | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 10, 2023 11:36 am
  • Updated:February 10, 2023 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন করে দুই বিচারপতিকে নিয়োগ করল কেন্দ্র। বিচারপতি নিয়োগ ঘিরে সরকার ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্বের মধ্যেই আবারও সহযোগিতার বার্তা দিল কেন্দ্র। কলেজিয়ামের সুপারিশেই শিলমোহর দিল মোদি সরকার। শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) জানান, দুই হাইকোর্টের প্রধান বিচারপতিকেই শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে।

এলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার- এই দু’জনের নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সুপারিশেই সম্মতি দিল কেন্দ্র। রিজিজু জানিয়েছেন, “মাননীয়া রাষ্ট্রপতি দুইজন বিচারপতিকে নিয়োগ করেছেন। তাঁদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”

Advertisement

[আরও পড়ুন: দায়িত্বজ্ঞানহীন শিশুর মতো প্রশ্ন, মোদির ডিগ্রি নিয়ে তথ্য চাইতেই ক্ষোভ গুজরাট বিশ্ববিদ্যালয়ের]

প্রসঙ্গত, ডিসেম্বর মাসে পাঁচ বিচারপতিকে নিয়োগ করতে চেয়ে নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। এই প্রথা নিয়ে তুমুল বিরোধিতা শুরু করে সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা কলেজিয়াম প্রথা পালটানো উচিত বলে দাবি করেন রিজিজু। দীর্ঘ টালবাহানার পর প্রায় দু’মাস বাদে পাঁচ বিচারপতির নাম চূড়ান্ত করে কেন্দ্র।

তবে নতুন দুই বিচারপতি নিয়োগে সেরকম সংঘাত দেখা যায়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নতুন করে দুই নাম সুপারিশ করেন চন্দ্রচূড়। ১০ দিনের মধ্যেই তাঁদের নামে শিলমোহর দেন রাষ্ট্রপতি। কিছুদিনের মধ্যেই শপথ নেবেন দুই বিচারপতি। ফলে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ ৩৪ বিচারকের সংখ্যাও পূর্ণ হয়ে যাবে।

[আরও পড়ুন: ২০৪৭ সালের মধ্যেই ভারতকে ইসলামিক দেশ বানাতে চেয়েছিল PFI! দাবি এটিএসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement