Advertisement
Advertisement
BR Ambedkar

দলিতদের মন পেতে নয়া কৌশল! আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা কেন্দ্রের

কর্ণাটকে ভোটের আগে ছুটি ঘোষণা তাৎপর্যপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা।

Central govt announced April 14 National holiday for Bhimrao Ambedkar Birthday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 13, 2023 8:59 am
  • Updated:April 13, 2023 8:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাসাহেব আম্বেদকরের (BR Ambedkar) জন্মজয়ন্তী ১৪ এপ্রিল জাতীয় ছুটি ঘোষণা করল কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরেই আম্বেদকর জয়ন্তীকে জাতীয় ছুটির তালিকায় রাখার দাবি উঠছিল। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্র সরকারের কর্মিবর্গ মন্ত্রকের পক্ষ থেকে গেজেট জারি করে ১৪ এপ্রিল সারা দেশে সার্বিক ছুটি ঘোষণা করেছে। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। সামনেই কর্ণাটকের ভোট রয়েছে। তার আগে দলিত সম্প্রদায়ের মন জয় করার লক্ষ্যেই এই ঘোষণা করা হয়েছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

প্রতি বছরই দেশজুড়ে সংবিধান রচয়িতার জন্মদিন পালন করা হয়ে থাকে। আম্বেদকর জয়ন্তীতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আলাদা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকে। চলতি বছর আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। সরকারি ছুটি ঘোষণা করা হল। সব মন্ত্রককে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

[আরও পড়ুন: অনিচ্ছা সত্ত্বেও যৌন মিলনে বাধ্য করেন স্ত্রী, ধর্ষণের অভিযোগ দায়ের যুবকের]

এবার আম্বেদকর জয়ন্তীতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) হায়দরাবাদে (Hyderabad) ১২৫ ফুটের আম্বেদকর মূর্তির উদ্বোধন করবেন। যা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় করে প্রচারও শুরু করে দিয়েছেন কেসিআর। তাই সেই অনুষ্ঠানের আগেই কেন্দ্র সরকার তথা বিজেপি সরকারি ছুটি ঘোষণা করে এককদম এগিয়ে থাকার চেষ্টা করল বলেও জল্পনা রয়েছে। উল্লেখ্য, চলতি বছর ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের ১৩১ তম জন্ম বার্ষিকী। বাবাসাহেব আম্বেদকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়।

[আরও পড়ুন: দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠক নীতীশ-তেজস্বীর, ‘ঐতিহাসিক দিন’, বলছে কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement