Advertisement
Advertisement

Breaking News

Covid

দেশে কোভিডে মৃতের প্রকৃত সংখ্যা ৯ গুণ বেশি, বিস্ফোরক দাবি নিয়ে কী বলল কেন্দ্র?

কোভিডে মৃত্যু নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

Central Government rejects study that claimed India undercounting COVID-19 deaths | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 17, 2022 5:07 pm
  • Updated:February 17, 2022 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কোভিডে (Covid) মৃতের প্রকৃত সংখ্যা ৯ গুণ বেশি। যা প্রকাশ্যে আনা হয়নি। সংবাদ মাধ্যমের সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছিল। বৃহস্পতিবার ওই দাবিকে নস্যাৎ করে দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে এদিন বলা হয়, সংবাদ মাধ্যমের সমীক্ষায় যে তথ্য প্রকাশ্যে এসেছে তা কাল্পনিক এবং ভুল। এর কোনও বাস্তব ভিত্তি নেই।

সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau) দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় উঠে এসেছে, ২০২১ সালের নভেম্বর মাস অবধি ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ থেকে ৩৭ লক্ষ মানুষের। যা সরকারি তথ্যের তুলনায় ৯ গুণ বেশি। সরকারি তথ্য বলছে, ওই সময় অবধি কোভিডে মৃত্যু হয়েছে দেশের ৪ লক্ষ ৬ হাজার মানুষের।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে চড়তে গিয়ে বিপত্তি, মৃত্যুর মুখ থেকে মহিলাকে বাঁচালেন IRCTC কর্মী]

বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরোর সমীক্ষা নিয়ে একটি বিবৃতি দেয় কেন্দ্র। যেখানে দাবি করা হয়, ভিত্তিহীনভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমের তরফে। কেন্দ্র জানিয়েছে, “সম্প্রতি সংবাদ মাধ্যম কোভিডের মৃত্যু নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, কোভিডে মৃতের প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি। যা সরকার প্রকাশ্যে আনেনি। এই রিপোর্ট আসলে সম্পূণ কাল্পনিক ও ভুয়ো। এর কোনও বাস্তব ভিত্তি নেই।” কেন্দ্রের দাবি কোভিড সংক্রমণ ও মৃত্যু নিয়ে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যাবতীয় তথ্য রাখা হয় সরকারের নির্দিষ্ট মন্ত্রকের তরফে। এবং এই কাজ করা হয় একশো শতাংশ স্বচ্ছতার সঙ্গে। এই তথ্য নিয়মিত প্রত্যেকটি রাজ্যকে জানানো হয়ে থাকে।

[আরও পড়ুন: অর্থনীতি-বিদেশনীতি কিছুই বোঝেন না, শুধু নেহেরুকে দোষ দেন! মোদিকে বেনজির আক্রমণ মনমোহনের]

সরকারের তরফে এদিন আরও বলা হয়, মিডিয়া রিপোর্ট একটি ছোট পরিসরে অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কেরলের জনসংখ্যা, ভারতীয় রেলকর্মী, বিধায়ক এবং সাংসদ এবং কর্ণাটকের স্কুল শিক্ষকদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেশব্যাপী মৃত্যুর অনুমান করেছে সংবাদ মাধ্যম। সীমিত তথ্য নিয়ে কেবলমাত্র অনুমানের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্তে পৌঁছানো গর্হিত কাজ। বিষয়টি সংবেদনশীল। এক্ষেত্রে আরও সাবধানী হওয়া উচিত ছিল সংবাদ মাধ্যমের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement