Advertisement
Advertisement

Breaking News

Mid Day Meal

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার, ফের মিড-ডে মিলে বরাদ্দ বাড়াল কেন্দ্র

গত নভেম্বরেও বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র।

Central Government increase allocation of mid-day meals
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 13, 2025 9:07 pm
  • Updated:April 13, 2025 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজার কার্যত আগুন। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এই পরিস্থিতি বিচার করে ফের মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র। প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই নির্দেশ লাগু হবে ১ মে থেকে।

গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। প্রাথমিকে বেড়েছিল ৭৪ পয়সা, উচ্চ প্রাথমিকে বেড়েছিল ১ টাকা ১২ পয়সা। তা নিয়ে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তার পাঁচমাসের মাথায় ফের মিড ডে মিলে বাড়ল বরাদ্দ। জানা গিয়েছে, প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ফলে বাল ভাটিকা ও প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬ টাকা ৭৮ পয়সা। আর উচ্চপ্রাথমিকে হল ১০ টাকা ১৭ পয়সা। তবে এই সামান্য বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহলের একাংশ। তাঁদের দাবি, এই সামান্য বৃদ্ধির সে অর্থে কোনও প্রভাবই পড়বে না। আদতে শিশুদের কোনও লাভই হবে না।

Advertisement

উল্লেখ্য, ২০২৪ এর আগে ২০২২-এর ১ অক্টোবর বরাদ্দ বৃদ্ধি করেছিল কেন্দ্র। বাড়িয়ে প্রাথমিকে ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে ৮.১৭ টাকা করা হয়েছিল। দীর্ঘ দাবির জেরে তার ২৬ মাস পর গত নভেম্বরে বেড়েছিল বরাদ্দ। অগ্নিমূল্য বাজারের কারণে পাঁচ মাসের মাথায় ফের বাড়ল বরাদ্দ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement