Advertisement
Advertisement

Breaking News

Waqf Bill

কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ ওয়াকফ বিল! কবে আলোচনা সংসদে?

জেপিসির অধিকাংশ সংশোধনীতে মান্যতা দিয়েছে ক্যাবিনেট।

Central cabinet reportedly clears Waqf Bill

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 27, 2025 9:30 am
  • Updated:February 27, 2025 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল পাস হয়ে গেল কেন্দ্রীয় ক্যাবিনেটে। সূত্রের খবর, জেপিসির ১৪টি সংশোধনীতে মান্যতা দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে ফের আলোচনা হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, প্রবল হট্টগোলের পরে জেপিসি রিপোর্টে বিরোধীদের ‘ডিসেন্ট নোট’ অন্তর্ভুক্ত করা ওয়াকফ বিলে। 

Advertisement

চলতি মাসেই ওয়াকফ বিলের ১৪টি ধারায় ২৫টি সংশোধনী-সহ রাজ্যসভায় পেশ হয় যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট। বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। তার পরেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। কারণ বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটিই খারিজ হয়েছে এই রিপোর্টে। এমনকি বিরোধীদের আপত্তিপত্র বা ‘ডিসেন্ট নোট’ও রাখা হয়নি রিপোর্টের মধ্যে। হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ধনকড়। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান।

পরে অবশ্য এই ইস্যুতে বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রিজিজু। সেখানে আলোচনার পর শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। বৈঠক শেষে জানা গিয়েছে, জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে বিরোধীদের আপত্তি অর্থাৎ ডিসেন্ট নোট। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, বিরোধীদের ডিসেন্ট নোটের পুরোটাই রিপোর্টের অন্তর্ভুক্ত করা হবে।

এই ঘটনার সপ্তাহখানেক পরেই কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল, খবর সূত্রের। গত সপ্তাহেই ভারতীয় বন্দর বিল এবং সংশোধিত ওয়াকফ বিলে সম্মতি দিয়েছে কেন্দ্র। রিপোর্টে ২৩টি সংশোধনীর উল্লেখ ছিল, তার মধ্যে ১৪টিতে মান্যতা দিয়েছে ক্যাবিনেট। শুধু তাই নয়, এই বিলটি জরুরি ভিত্তিতে আলোচনার তালিকাতেও রাখা হয়েছে। সম্ভবত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে আলোচনা হবে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement