সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল CBSE’র দ্বাদশ শ্রেণির ফলাফল। করোনা মহামারীর জন্য কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের পরীক্ষা এবং সময়মতো ফলপ্রকাশ নিয়ে ধন্দ ছিল। কিন্তু গত মাসেই সুপ্রিম কোর্টে CBSE’র তরফে জানিয়ে দেওয়া হয়, জুলাই মাসের মধ্যেই ফলপ্রকাশ করা হবে। সেইমতো সোমবার সকালে অনলাইনে CBSE’র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হল।
Central Board of Secondary Education (CBSE) class 12 exam results announced pic.twitter.com/ToKynsBLFG
— ANI (@ANI) July 13, 2020
পর্ষদের তরফে জানানো হয়েছে, গতবছরের তুলনায় এবার সার্বিকভাবে পাশের হার অনেকটা বেড়েছে। এবছর পাশ করেছেন ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া। যা কিনা গতবারের থেকে ৫.৩৮ শতাংশ বেশি। পাশের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি কেরলের ত্রিবন্দ্রম এলাকায়। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার পড়ুয়াদের মধ্যে পাশের হার ৯৪.৩৯ শতাংশ। এবছর গোটা দেশের ১১ লক্ষ ৯০ হাজারের বেশি পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। ফলফল ঘোষণা করলেও, অসম্পূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে এ বছর কোনও মেরিট লিস্ট প্রকাশ করেনি CBSE। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছে জানিয়েছেন। সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Dear Students, Parents and Teachers!@cbseindia29 has announced the results of Class XII and can be accessed at https://t.co/kCxMPkzfEf.
We congratulate you all for making this possible. I reiterate, Student’s health & quality education are our priority.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 13, 2020
Congratulations to the batch of 2020 Class 12 CBSE students successful this year. Wish you further success in your lives. Applaud teachers and parents for bearing with the situation. Do well. May all your dreams come true
— Mamata Banerjee (@MamataOfficial) July 13, 2020
উল্লেখ্য, বিগত বছরগুলির মতো এবছরও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। cbse.nic.in , www.results.nic.in , www.cbseresults.nic.in এই তিন ওয়েবসাইটে জানা যাবে ফল। এছাড়াও DigiLocker App-এর মাধ্যমেও ফলাফল দেখা যাবে। পড়ুয়াদের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও তাঁদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.