Advertisement
Advertisement
Industrial City

১২ শিল্পবান্ধব আধুনিক শহর গড়বে কেন্দ্র, ১০ লক্ষ চাকরির সুযোগ!

এই প্রকল্পের জন্য ২৮ হাজার ৬০২ কোটি টাকা বিনয়োগ করতে চলেছে সরকার।

Central Approves 12 New Industrial Cities, will creat 10 Lakh New Jobs
Published by: Amit Kumar Das
  • Posted:August 28, 2024 5:16 pm
  • Updated:August 28, 2024 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে গড়ে উঠতে চলেছে ১২টি শিল্পবান্ধব আধুনিক শহর। মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই এই প্রস্তাবে সিলমোহর দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের জন্য ২৮ হাজার ৬০২ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সরকার। মোট ৯টি রাজ্যের ১২টি শহরকে বেছে নেওয়া হয়েছে শিল্পবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য। বুধবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দেশের ৯ রাজ্য থেকে যে ১২টি শহরকে বেছে নেওয়া হয়েছে সেগুলি হল, উত্তরাখণ্ডের খুরপিয়া, বিহারের গয়া, পঞ্জাবের রাজপুরা-পাটিয়ালা, তেলেঙ্গানার জাহিরাবাদ, মহারাষ্ট্রের দিঘি, অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পারথি, কেরলের পালাক্কাড়, রাজস্থানের যোধপুর-পালি, উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ। এই শহরগুলির মাঝে থাকবে করিডোর। যার মাধ্যমে অতি সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে শিল্পভিত্তিক যাতায়াত করা যাবে। এর জন্য ৬টি গুরুত্বপূর্ণ করিডোর তৈরির পরিকল্পনা করা হয়েছে। ১২ স্মার্ট শহরের ইন্ডাস্ট্রিয়াল হাবে প্রায় দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মুসলিম ঘেঁষা নামে ‘কাঁচি’! রাতারাতি ৮ স্টেশনের নাম বদল যোগীরাজ্যে]

কেন্দ্রের দাবি, এর ফলে প্রত্যক্ষ ভাবে ১০ লক্ষ ও পরোক্ষভাবে ৩০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের তরফে এই স্মার্ট সিটির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভলপমেন্ট প্রোগামকে। সরকারের দাবি, এই পদক্ষেপ দেশের আর্থিক বৃদ্ধির পাশাপাশি বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতার বাজারে ভারতকে অনেকখানি এগিয়ে দেবে। 

[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ’, আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু]

অত্যাধুনিক এই প্রকল্প প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “উন্নত ভারতের লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ১০ লক্ষ সরকারি ও ৩০ লক্ষেরও বেশি বেসরকারী কর্মসংস্থান হবে। এই স্মার্ট সিটি রূপরেখা আগামী দিনের ভারতের ভবিষ্যত। এর মাধ্যমে গড়ে উঠবে সহজ অত্যাধুনিক শিল্পবান্ধব যোগাযোগ ব্যবস্থা।” যদিও এই শিল্পবান্ধব আধুনিক শহর গড়ে তুলতে ঠিক কত বছর সময় লাগবে সে বিষয়ে কেন্দ্রের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement