নন্দিতা রায়, নয়াদিল্লি: নয়া সংসদ ভবনে কোনওরকম হামলা আটকাতে নিরাপত্তার জোরদার করা হয়েছে আগেই। এবার নিশ্ছিদ্র নিরাপত্তার লক্ষ্যে সাংসদদের গাড়ি পার্কিংয়ের জন্য নয়া নিয়ম লাগু করল লোকসভার সচিবালয়। যেখানে সাংসদদের গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য আগাম জানাতে হবে কর্তৃপক্ষকে। সেই মতো মিলবে ‘RFID পার্কিং লেভেল’। শুধুমাত্র এই লেভেল প্রাপ্ত গাড়িই রাখা যাবে সংসদ ভবনের পার্কিংয়ে।
গত বছর সংসদে স্মোক বোম হামলার ঘটনার পর সংসদে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফ-কে। দেশের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআইএসএফ জওয়ান। সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হলেও পুরনো ব্যবস্থাতেই চলছিল সংসদ ভবনের পার্কিং জোন। এবার সেখানেও মাছি গলার ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র।
সাংসদদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, সংসদ ভবনে গাড়ি পার্কিংয়ের জন্য এখন থেকে স্মার্ট কার্ড ও আরএফআইডি রেজিস্ট্রেশন রুমে গিয়ে আরএফআইডি পার্কিং লেভেল সংগ্রহ করতে হবে সাংসদদের। যার জন্য নির্দিষ্ট নথিপত্রের সঙ্গে গাড়ির ছবিও জমা দিতে হবে। নয়া এই লেভেল সাঁটানো থাকবে গাড়ির উইন্ডস্ক্রিনে। নয়া এই পার্কিং লেভেল ৩১ ডিসেম্বরের আগে নিয়ে নেওয়ার জন্য সাংসদদের কাছে অনুরোধ জানানো হয়েছে সরকারের তরফে।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বরে সংসদে হামলার ঘটনা সাড়া ফেলে দেয় গোটা দেশে। ওই দিন অধিবেশন চলাকালীন অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে নিচে নামে তাঁরা। জুতোর নিচ থেকে বের করা হয় স্মোক বোম। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় সংসদের অন্দরে। এর পরই প্রশ্ন উঠতে শুরু করে সংসদের নিরাপত্তা নিয়ে। এই ধরনের ঘটনা রুখতে সংসদের নিরাপত্তার আমূল পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রক। দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইএসএফ-এর হাতে। এবার সংসদের পার্কিং জোনেও লাগু হল নয়া নীতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.