Advertisement
Advertisement
বিমান

শুরু হচ্ছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা, ঘোষিত হল একাধিক নিয়মাবলী

যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক বলে জানায় কেন্দ্র।

Center release new rules for domestic flight, Arogya setu app compulsory
Published by: Sucheta Chakrabarty
  • Posted:May 21, 2020 1:19 pm
  • Updated:May 21, 2020 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লকডাউনের মধ্যেই ২৫ মে থেকে শুরু হচ্ছে ঘরোয়া বিমান পরিষেবা। বুধবার টুইট করে তা জানান বিমান পরিবহন মন্ত্রী (Civil aviation Minister) হরদীপ সিং পুরী। ধাপে ধাপে বিমান পরিষেবা স্বাভাবিক করা হবে দেশের অভ্যন্তরে। তবে ঘরোয়া বিমান পরিষেবায় লাগু করা হয়েছে নয়া নিয়ম। 

দেশজুড়ে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত। তার আগেই অভ্যন্তরীণ বিমান চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্র। দীর্ঘ প্রায় দু’মাস পরে ২৫ মে দেশে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। তবে আপাতত চলবে শুধু ঘরোয়া বিমান। সেই সব বিমানের জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হল টিকিট বিক্রি। ঘরোয়া বিমান পরিষেবায় যে নয়া নিয়ম লাগু করা হয় তা হল-

Advertisement
  • বিমান ছাড়ার নির্দিষ্ট সময়ের কমপক্ষে দু’ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে।
  • চার ঘন্টার ভেতরে বিমান থাকলে তবেই যাত্রীদের টার্মিনাল বিল্ডিং-এ যাওয়ার অনুমতি দেওয়া হবে।
  • থার্মাল স্ক্রিনিং জোনের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে যাত্রীদের।
  • প্রত্যেক যাত্রীকেই মাস্ক ও হাতের দস্তানা ব্যবহার করতে হবে।
  • যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে।
  • প্রতিটি যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক।
  • যাত্রীর বয়স ১৪ বছরের নীচে হলে তাকে ছাড় দেওয়া হবে।
  • অ্যাপে ‘সবুজ’ সংকেত না থাকলে, সেই যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না।
  • কোনও রকম করোনা সংক্রমণের উপসর্গ দেখা গেলে বিমানবন্দর চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • খুব জরুরি কারণ ছাড়া বিমানবন্দরে ট্রলি ব্যবহার করা যাবে না। একান্তই ব্যবহার করতে হলে তা স্যানিটাইজ করতে হবে।
  • যাত্রী এবং বিমান চালকদের জন্য গণপরিবহন ও ট্যাক্সি সুনিশ্চিত করার বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রশাসনের।
  • শুধুমাত্র ব্যক্তিগত যানবাহন এবং নির্ধারিত ক্যাব পরিষেবাই পারবে যাত্রীদের বিমানবন্দরে নিয়ে যেতে।

[আরও পড়ুন:গঠনগত পরিবর্তন হচ্ছে ভাইরাসের, চিনের নয়া সংক্রমণে খেই হারাচ্ছেন চিকিৎসকরা]

ইতিমধ্যেই বিমানে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাঝের আসনটি খালি রাখতে বলা হয়। প্রথমে এই সিদ্ধান্তে আপত্তি জানায় বিমান সংস্থাগুলি। মাঝের আসন খালি রাখলে কম যাত্রী নিয়ে চালাতে হবে বিমান। ফলে লোকসানের বোঝা বাড়বে সংস্থারগুলির কাঁধে। এর ফলে লোকসান কমাতে গিয়ে টিকিটের দাম বৃদ্ধি করতে হবে তাদের। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্র। সরকারের পক্ষে জানানো হয়েছে, মাঝের আসনেও যাত্রী নেওয়া যাবে তবে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যাত্রী ও বিমান সংস্থাগুলিকে।

[আরও পড়ুন:বাংলাদেশেও আমফানে প্রচুর ক্ষয়ক্ষতি, অন্তত আটজনের প্রাণ কাড়ল ভয়াবহ সাইক্লোন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement