সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লকডাউনের মধ্যেই ২৫ মে থেকে শুরু হচ্ছে ঘরোয়া বিমান পরিষেবা। বুধবার টুইট করে তা জানান বিমান পরিবহন মন্ত্রী (Civil aviation Minister) হরদীপ সিং পুরী। ধাপে ধাপে বিমান পরিষেবা স্বাভাবিক করা হবে দেশের অভ্যন্তরে। তবে ঘরোয়া বিমান পরিষেবায় লাগু করা হয়েছে নয়া নিয়ম।
দেশজুড়ে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত। তার আগেই অভ্যন্তরীণ বিমান চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্র। দীর্ঘ প্রায় দু’মাস পরে ২৫ মে দেশে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। তবে আপাতত চলবে শুধু ঘরোয়া বিমান। সেই সব বিমানের জন্য বৃহস্পতিবার থেকেই শুরু হল টিকিট বিক্রি। ঘরোয়া বিমান পরিষেবায় যে নয়া নিয়ম লাগু করা হয় তা হল-
ইতিমধ্যেই বিমানে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাঝের আসনটি খালি রাখতে বলা হয়। প্রথমে এই সিদ্ধান্তে আপত্তি জানায় বিমান সংস্থাগুলি। মাঝের আসন খালি রাখলে কম যাত্রী নিয়ে চালাতে হবে বিমান। ফলে লোকসানের বোঝা বাড়বে সংস্থারগুলির কাঁধে। এর ফলে লোকসান কমাতে গিয়ে টিকিটের দাম বৃদ্ধি করতে হবে তাদের। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্র। সরকারের পক্ষে জানানো হয়েছে, মাঝের আসনেও যাত্রী নেওয়া যাবে তবে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যাত্রী ও বিমান সংস্থাগুলিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.