Advertisement
Advertisement

Breaking News

Mid Day Meal

২ বছর পর মিড ডে মিলে বরাদ্দ বাড়াল কেন্দ্র, কোন বিভাগে কতটা বাড়ল তহবিল?

বৃদ্ধি সন্তোষজনক নয়, বলছে শিক্ষকমহল।

Center nods to increase fund for Mid Day Meal | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:October 8, 2022 7:52 pm
  • Updated:October 8, 2022 9:47 pm  

দিপালী সেন: দেশজুড়ে দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি মানল কেন্দ্র। দু’বছর পর মিড-ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। প্রাথমিকের ক্ষেত্রে মিড-ডে মিলের বরাদ্দ বেড়ে হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। উচ্চপ্রাথমিকের জন্য ৮ টাকা ১৭ পয়সা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএম পোষণ প্রকল্প তথা মিড-ডে মিলের অধীনে সামগ্রীর খরচ বাবদ বরাদ্দ ৯.৬ শতাংশ বাড়ানো হয়েছে। তবে, বরাদ্দ বৃদ্ধির এই হার সন্তোষজনক নয় রাজ্যের শিক্ষক মহলের অধিকাংশের কাছেই।

১ অক্টোবর থেকেই লাগু হয়েছে এই বর্ধিত বরাদ্দ। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে বাড়ানো হয়েছিল মিড-ডে মিলের বরাদ্দ। তা অনুযায়ী, প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়া পিছু মিড-ডে মিল রান্নার জন্য বরাদ্দ ছিল ৪ টাকা ৯৭ পয়সা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তথা উচ্চপ্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু ৭ টাকা ৪৫ পয়সা বরাদ্দ ছিল। দুই বছর পর সেই বরাদ্দ বেড়ে যথাক্রমে হল ৫ টাকা ৪৫ পয়সা ও ৮ টাকা ১৭ পয়সা। অর্থাৎ, প্রাথমিক স্তরে ৪৮ পয়সা ও উচ্চপ্রাথমিক স্তরে ৭২ পয়সা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এই সামান্য বৃদ্ধিতে স্কুল পড়ুয়াদের কতটা লাভ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।

Advertisement

[আরও পড়ুন: ঢাক বাজিয়ে, সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে পুজো কার্নিভাল জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইয়ের বক্তব্য, ‘‘ডিম, আলু, গ্যাস-সহ মিল-ডে মিলেন অন্যান্য সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে এই সামান্য বরাদ্দ বৃদ্ধিতে কম ছাত্রছাত্রীযুক্ত স্কুলগুলিতে মিড-ডে মিল চালানোয় সমস্যা দেখা দেবে।’’ অনেকেই বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘বেড়েছে, ভাল কথা। কিন্তু, যথেষ্ট নয়। আরও বাড়ানোর দরকার।’’

বরাদ্দ বাড়িয়ে ২০ টাকা করার দাবি জানাচ্ছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডার কথায় ‘‘মিড-ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দিতে ন্যূনতম বরাদ্দ মাথাপিছু ২০ টাকা করার পাশাপাশি পৃথকভাবে গ্যাস বা জ্বালানির জন্য অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছি।’’

[আরও পড়ুন: মালে প্রতিমা বিসর্জনে মৃত্যুমিছিলের পর কার্নিভ্যাল কি শোভনীয়? প্রশ্ন কবীর সুমন-কমলেশ্বরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement