Advertisement
Advertisement
সংসদীয় কমিটি

সংসদীয় কমিটিতে বড়সড় রদবদল, স্থান পেলেন বাংলার ৯ বিজেপি সাংসদ

অর্থ ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির শীর্ষ পদ খোয়ালেন কংগ্রেসের বীরাপ্পা মৌলি ও শশী থারুর৷

Center makes a huge change in parliamentary committees in 2019
Published by: Tanujit Das
  • Posted:September 14, 2019 4:36 pm
  • Updated:September 14, 2019 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তদশ লোকসভার সংসদীয় কমিটিতে ব্যাপক রদবদল ঘটালো কেন্দ্রীয় সরকার৷ সংসদীয় কমিটিগুলিতে স্থান পেলেন বাংলার ন’জন বিজেপি সাংসদ৷ সূত্রের খবর, অর্থ ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ বীরাপ্পা মৌলি ও শশী থারুরকে৷ তাঁদের জায়গায় এই দুই কমিটির মাতায় বসানো হয়েছে বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা ও পিপি চৌধুরিকে৷

[ আরও পড়ুন: প্রাণ কাড়ল ‘নাগিন ডান্স’! গণেশ বিসর্জনে নাচতে গিয়ে মৃত্যু ব্যক্তির ]

Advertisement

জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটিতে স্থান পেয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বাণিজ্য মন্ত্রকের সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটিতে রয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জলপাইগুড়ির সাংসদ সুকান্ত মজুমদার এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক৷ সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।

[ আরও পড়ুন: হিন্দি দিবসে ‘এক দেশ এক ভাষা’র পক্ষে সওয়াল অমিত শাহের, সরব বিরোধীরা ]

অন্যদিকে, বিদেশমন্ত্রকের সংসদীয় কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে, শশী থারুরকে বসানো হয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায়। এতদিন পর্যটন, পরিবহন মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায় ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তার জায়গায় আনা হয়েছে বিজেপি সাংসদ ভেঙ্কটেশকে৷ ডেরেককে নিয়ে যাওয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটিতে৷ যার শীর্ষ পদে রয়েছেন বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাতিয়া৷ এতদিন রাহুল গান্ধী ছিলেন বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটিতে। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement