Advertisement
Advertisement
Corona Virus

মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ, উৎসবের মরশুমে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

আর কী কী নিয়ম জারি করল কেন্দ্র?

Center issues SOPs to contain spread of COVID19 during festivities | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 6, 2020 9:49 pm
  • Updated:October 6, 2020 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র ক’টা দিন বাকি। এখন থেকেই উৎসবের আমেজ গায়ে মাখছেন অনেকেই। তা বলে তো আর করোনাকে থোড়াই কেয়ার করা চলে না। তাই করোনাতঙ্কের মধ্যেই কীভাবে উৎসব পালন হবে তা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করল কেন্দ্র সরকার।

মঙ্গলবার জারি করা নির্দেশিকায় কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, মুখে মাস্ক না থাকলে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। মণ্ডপে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক। সেই সময় যদি কারোর উপসর্গ ধরা পড়ে, তাহলে তাঁকে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে ন। আবার কনটেনমেন্ট জোনে তো উৎসবই পালন করা চলবে না। সেখানকার বাসিন্দারা অন্য এলাকার পুজোতে অংশ নিতেও পারবেন না।

Advertisement

[আরও পড়ুন : শিকেয় নারী নিরাপত্তা! মধ্যপ্রদেশে বাড়িতে ঢুকে বিধবাকে লাগাতার ধর্ষণ দুষ্কৃতীদের]

আর কী কী বলা হল নির্দেশিকায়?

  • কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান হবে না। শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরে উৎসব পালন করা যাবে। যাঁরা কনটেনমেন্ট জোনের কাছে থাকেন, তাঁদের বাড়িতেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
  • ৬৫ বয়সের উর্ধ্বে প্রবীণ, কোমর্বিডিটি থাকা মানুষ, অন্ত্বঃস্বত্ত্বা মহিলা এবং ১০ বছরের কম শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
  • মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
  • থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে।
  • পুজোর সময় মেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তা অবশ্যই বিধিনিষেধ মেনে। আগে থেকেই পরিকল্পনা করতে হবে।
  • সামাজিক দূরত্বের বিধি মেনে চলার জন্য অনুষ্ঠানের জায়গায় ফাঁকা জায়গা রাখতে হবে। মানুষের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করতে হবে।
  • অনুষ্ঠানের জায়গায় ঢোকা ও বেরনোর একাধিক গেট থাকতে হবে। প্রবেশের পথে বাধ্যতামূলকভাবে থার্মাল স্ক্রিনিং করতে হবে। রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।
  • যে কর্মী বা দর্শকদের উপসর্গ থাকবে না, তাঁদেরই শুধু অনুষ্ঠান স্থলের (অবশ্যই পুজো মণ্ডপ) ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।

[আরও পড়ুন : অভিযুক্তের সঙ্গে ফোনে কথা হত হাথরাসে নির্যাতিতার ভাইয়ের! চাঞ্চল্যকর দাবি পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement