Advertisement
Advertisement

Breaking News

Covid -19 vaccination

COVID-19 Vaccination: কবে করোনার টিকা পাবে ১২-১৪ বছর বয়সিরা? ইঙ্গিত দিল কেন্দ্র

মাত্র ১৩ দিনের মধ্যে দেশের ৩ কোটি ৩১ লক্ষ কিশোর-কিশোরীর টিকাকরণ হয়ে গিয়েছে।

Center drops hints Covid -19 vaccination for 12-14 age group likely to start by early March | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:January 17, 2022 3:32 pm
  • Updated:January 17, 2022 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়াতেই করোনা টিকা (COVID-19 Vaccine) পেয়েছেন ১৫-১৭ বছর বয়সিরা। এবার পালা ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের গোড়া থেকেই তাদের টিকাকরণ শুরু হয়ে যাবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের অধীনস্থ কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ড. এন কে অরোরা।

জানুয়ারির ৩ তারিখ থেকে ১৫-১৭ বছর বয়সিদের করোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। মাত্র ১৩ দিনের মধ্যে দেশের ৩ কোটি ৩১ লক্ষ কিশোর-কিশোরীর টিকাকরণ হয়ে গিয়েছে। সরকারি হিসেব বলছে, এই বয়সিদের মধ্যে ৪৫ শতাংশ কিশোর-কিশোরী প্রথম ডোজ নিয়ে ফেলেছে। জানুয়ারি মাসের মধ্যে বাকিদেরও প্রথম ডোজ দিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী সরকার। ফেব্রুয়ারির শুরুর দিক থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করছেন কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান। এই গতিতে টিকাকরণ চললে ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের শুরুতেই দেশের ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করে দেওয়া যাবে বলে জানিয়েছেন অরোরা।

Advertisement

[আরও পড়ুন: ‘টপ্পা’র সুরে করোনা নিয়ে গান বাঁধলেন মেডিক্যাল কলেজের চিকিৎসক, দেখুন ভিডিও]

বিশেষজ্ঞরা বলছে, ১২-১৭ বছর বয়ঃসন্ধিকাল। সাবালকত্বের দিকে এগোতে থাকে বালক-বালিকারা। তাই সরকার প্রথমে ১৫-১৭ বছর বয়সিদের কোভিড থেকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তাদের টিকাকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেলে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা যাবে। তবে এ বিষয় কেন্দ্রকে নিয়ম বদলাতে হবে।

উল্লেখ্য. আগেই প্রাপ্তবয়স্কদের টিকাকরণে দেশের মধ্যে সেরা হওয়ার পর এবার ১২ বছরের ঊর্ধ্ব কিশোর-কিশোরীদেরও কোভিডের ভ্যাকসিন দিতে চেয়েছিল কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতির জন্য দরবার করতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে অনুরোধ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

[আরও পড়ুন: সিঁথিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সাত সন্তান, ধ্বংসস্তূপে মরিয়া হয়ে খুঁজছে মা সারমেয়]

কোভিড সংক্রমণ রুখতে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়া নিয়ে তাঁর যুক্তি, “বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যে ১২ ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ ঊর্ধ্বদের যেমন বুস্টার ডোজ প্রায় সম্পূর্ণ করেছে তেমনই কিশোর-কিশোরীদেরও টিকাকরণ চলছে। তা হলে কেন আমরা পিছিয়ে থাকব? কেন্দ্র অনুমতি দিলে এখনই পুরসভা ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ (Corona Vaccination) শুরু করতেই পারে।” এবার সেই অনুমতি মেলার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement