সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে সংবিধান এবং অন্যান্য মিথ্যা প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী। এই কারণে কংগ্রেসে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের, সোমবার এই মর্মে দাবি তুলল গেরুয়া শিবির। বিজেপি নেতাদের বক্তব্য, আগামী সপ্তাহেও মহারাষ্ট্র নির্বাচনী প্রচার চালাবেন রাহুল। সেই সময় তিনি যাতে মিথ্যা না বলেন, তা নিশ্চিত করতে লোকসভার বিরোধী দলনেতাকে নিন্দা ও তিরস্কার করা উচিত কমিশনের।
সোমবার দুপুরে রাহুলের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ জানায় বিজেপি। মুম্বইয়ে কংগ্রেস নেতার গত সপ্তাহের এক ভাষণের প্রসঙ্গ টেনে বিজেপির দাবি, নির্বাচনী বিধি লঙ্ঘনে দোষী সাব্যস্ত করা হোক তাঁকে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম কমিশনের আধিকারিকদের হাতে অভিযোগপত্র তুলে দিয়ে বলেন, “আমরা তাঁদের (কমিশনের আধিকারিকদের) জানিয়েছে, বিরোধী নেতা রাহুল গান্ধী মিথ্যে কথা বলছেন মহারাষ্ট্রে… তিনি বলেন বিজেপি সংবিধানকে ধ্বংস করতে চায়।”
বিজেপির আরও দাবি, প্রমাণ ছাড়াই রাহুল দাবি করেছেন যে মহারাষ্ট্রের টাকায় অন্য রাজ্যে অ্যাপেলের আইফোন, বোয়িং বিমান উৎপাদন হচ্ছে। গেরুয়া শিবিরের অভিযোগ, মিথ্যে বলে রাজ্যের তরুণদের উসকানি দিচ্ছেন রাহুল। যা বিপজ্জনক। এভাবে মহারাষ্ট্র এবং অন্য রাজ্যগুলির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, ধারাবাহিকভাবে বিজেপির বিরুদ্ধে মিথ্যা, অপ্রমাণিত এবং ভিত্তিহীন অভিযোগ করে আসছেন রাহুল। শুধুমাত্র মহারাষ্ট্রের নির্বাচনে জয় পেতে। এর জন্য শাস্তি পেতে হবে রাহুল এবং তাঁর দলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.