সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের বিক্ষোভে উত্তাল মধ্যপ্রদেশ৷ মঙ্গলবার পুলিশের গুলিতে পাঁচ কৃষকের মৃত্যুর পর বুধবারও অগ্নিগর্ভ পরিস্থিতি মান্দসৌর জেলায়৷ আন্দোলনকারী কৃষকদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মান্দসৌরে এসে ভাল শস্য উৎপাদন, দুধের উপযুক্ত দাম ও বকেয়া ঋণ মকুবের আশ্বাস দিতে হবে৷
এই পরিস্থিতিতে আগামিকাল ঘটনাস্থলে যাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ কৃষকদের উপর পুলিশের গুলি চালানোর অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু৷ কংগ্রেসের অভিযোগ উড়িয়ে তাঁর পাল্টা বক্তব্য, ” মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে কৃষকদের ক্ষোভের অবিলম্বে সমাধান কী করে দাবি করে কংগ্রেস? কংগ্রেস কি কর্নাটকের কৃষকদের সমস্যার সমাধান করতে পেরেছে?”
#Congress trying to politicise #farmers‘ problems: #Venkaiah.
— Press Trust of India (@PTI_News) June 7, 2017
বেঙ্কাইয়া নায়্ডুর আরও অভিযোগ, মধ্যপ্রদেশে কৃষকদের জঙ্গি ধাঁচের আন্দোলনের পিছনে কংগ্রেস দুরভিসন্ধি রয়েছে৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, “কংগ্রেসকে আমি সতর্ক করে দিতে চাই, হিংসায় ইন্ধন জোগাবেন না৷ নইলে তা ব্যুমেরাং হয়ে আছড়ে পড়বে আপনাদের বিরুদ্ধেই৷ কৃষকদের দুরাবস্থার জন্য ইউপিএ সরকারের জমানার বঞ্চনাই দায়ী৷ কৃষক আন্দোলনকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে কংগ্রেস৷” বর্ষীয়ান এই বিজেপি নেতার দাবি, মধ্যপ্রদেশে সব খাতে উন্নয়ন করে চলেছে৷ এমনকী, শিবরাজ সিং চৌহান বিজেপির অন্যতম সেরা মুখ্যমন্ত্রী৷
Farmers’s agitation further intensifies in Madhya Pradesh’s Mandsaur, 8-10 vehicles set on fire pic.twitter.com/xPe4ZFBlJM
— ANI (@ANI_news) June 7, 2017
মান্দসৌরের ঘটনায় কংগ্রেস সাংসদ কমল নাথের পাল্টা প্রতিক্রিয়া, “এই ঘটনার দায় গ্রহণ করে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর৷” জেডি (ইউ) নেতা শরদ যাদব বলেছেন, “আমি রাহুলজির সঙ্গে কথা বলেছি৷ আমরা দু’জনেই আগামিকাল মান্দসৌরে যাচ্ছি৷” তাঁর দাবি, পুলিশ মৃতের সংখ্যা কমিয়ে ৪-৫ জন দেখাচ্ছে৷ আসলে মৃতের সংখ্যা আরও বেশি৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি এই কথা বলেছেন৷
Can’t recall such a massacre, they are giving death figures as 5,6 but I believe there are more: Sharad Yadav,JDU #Mandsaur incident pic.twitter.com/rRVQ0G7fjW
— ANI (@ANI_news) June 7, 2017
মধ্যপ্রদেশ বিজেপির সহ-সভাপতি প্রভাত ঝা জানিয়েছেন, পাঁচ কৃষকের মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেলের পর থেকে কোনও খাবার মুখে তোলেননি৷ বুধবারও অন্তত ৮-১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা৷ নতুন করে আরও বেশ কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দিয়েছে প্রশাসন৷
Cellular data services to be suspended in Ratlam, Neemuch, Mandsaur & Ujjain in wake of the law & order situation in MP till further orders
— ANI (@ANI_news) June 7, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.