Advertisement
Advertisement

মোবাইল বিধি কড়া হোক, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বিশেষ করে গাড়ি চালানোর সময় মোবাইল কানে কথা বলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত৷

Cell phone usage rule should be more Strong, says Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 11:48 am
  • Updated:September 23, 2016 11:48 am  

দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রেও কড়া আইন প্রণয়ন করতে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট৷ রাস্তায় গাড়ির চালকের আসনে বসে মোবাইল ব্যবহার করার ফলে ক্রমশ বাড়ছে দুর্ঘটনার সংখ্যা৷ অথচ গাড়ির চালকরা শুধুমাত্র ফাইন দিয়েই রেহাই পেয়ে যাচ্ছেন৷ এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি দীপক মিশ্র ও সি নাগাপ্পনের বেঞ্চ৷ তাঁদের পর্যবেক্ষণ, বর্তমান আইন যথেষ্ট নয়৷ কেন্দ্রের উচিত দুর্ঘটনা, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে কড়া আইন আনা৷

ভারতীয় দণ্ডবিধির  ৩০৪-এ ধারায় উল্লেখ আছে, বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে দুই বছর পর্যন্ত জেল হবে৷ অন্যদিকে, মোটর ভেহিক্যালস অ্যাক্টের সেকশন ১৮৪ ধারায় মাত্র ছ’মাসের হাজতবাসের কথা বলা হয়েছে৷ এ ছাড়াও আছে জরিমানার ব্যবস্থা৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার পর অভিযুক্ত থানা থেকেই জামিন পেয়ে যায়৷ এই সব তথ্যকেই এদিন শীর্ষ আদালতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি৷ পাশাপাশি তিনি আদালতকে বলেন, রাস্তায় গাড়ি চালানোর সময় বেশ কিছু মানুষকে ফোন কানে বা হেলমেটের ভিতরেও মোবাইল আটকে রেখে গাড়ি চালাতে দেখা যায়৷ তাঁর এই ব্যখ্যা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন “অ্যাটর্নি জেনারেলের উদ্বেগ প্রকাশকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমরা নিশ্চিত যে ভারতীয় দন্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের সংশোধনের জন্য সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলবেন৷”

Advertisement

উল্লেখ্য, শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানি ৬ ডিসেম্বর ধার্য করেছে৷ সুপ্রিম কোর্ট এই মামলায় খতিয়ে দেখছে ভারতীয় দণ্ডবিধির  ৩০৪-এ ধারায় যা শাস্তি নির্ধারিত করা হয়েছে তা যথেষ্ট কিনা৷ বিশেষ করে যদি দুর্ঘটনায় কারও মৃত্যু হয়৷ এই প্রসঙ্গে কেন্দ্রের কী বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত৷ যার জবাবে কেন্দ্রের হয়ে রোহতগি দুর্ঘটনার বিভিন্ন কারণের ব্যাখ্যা দেন৷ এমনকী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রসঙ্গও উঠে আসে৷ তবে তিনি সব থেকে বেশি জোর দেন রাস্তায় মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি বা বাইক চালানোর জেরে  ঘটা দুর্ঘটনাকেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement