Advertisement
Advertisement

রাম রহিমের কুকীর্তির বিরুদ্ধে সরব বলিউড, মতভেদ ক্রিকেটারদের মধ্যে

স্বঘোষিত ধর্মগুরুর গ্রেপ্তারি নিয়ে কী বলছেন সেলেবরা?

Celebs slam Dera chief Gurmeet Ram Rahim Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 26, 2017 9:07 am
  • Updated:October 3, 2019 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু দোষী সাব্যস্ত হয়েছেন। গারদের ওপারে গিয়েও নাকি ‘জামাই আদরে’ রয়েছেন। এদিকে তাঁর গ্রেপ্তারির জেরে জ্বলছে গোটা উত্তর ভারত। প্রাণ হারিয়েছেন তিরিশেরও বেশি মানুষ। আহত অন্তত দুই শতাধিক। পাঞ্জাব, হরিয়ানা দুই রাজ্যেরই একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা।  কেন এক ধর্ষকের জন্য এত হিংসা, এত হানাহানি? এই প্রশ্নেই সরব হয়েছে বলিউড। ফারহান আখতার, অনুপম খের, ঋষি কাপুর থেকে রবীনা ট্যান্ডন, এষা গুপ্তা সকলেই শেয়ার করেছেন নিজেদের মতামত। কেউ আপনজনের সুস্থতার কামনা করেছে, আবার কেউ স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের তুলোধোনা করেছেন।

[বাবা গো বাবা! যৌন কুকীর্তিতে কম যান না এই ‘বাবা’রাও]

এদিকে রাম রহিমকে নিয়ে টুইট করতে গিয়ে বিপাকে পড়েন বলিউডের ‘জেন্টলম্যান’ সিদ্ধার্থ মালহোত্রা।  প্রথমে হরিয়ানাবাসীকে শান্ত থাকার অনুরোধ করে নেটিজেনদের রোষের শিকার হন অভিনেতা। পরে আবার সে টুইটের সাফাই দিয়ে তিনি বলেন, রায় দেওয়ার আগেই টুইট করেছিলেন তিনি।

[হনুমান মন্দিরের মাথায় উড়ছে ‘পাক পতাকা’, ছড়াল তীব্র উত্তেজনা]

টুইটারে সরব হয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীরও। ধর্মগুরুকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ধর্মীয় ব্যবসার আদর্শ উদাহরণ’। তবে এ বিষয়ে সরাসরি মতামত প্রকাশ না করলেও হরভজন সিং জানিয়েছেন, ‘যে কোনও কাহিনিরই তিনটি সত্য থাকে। আপনার, তাঁদের ও সত্য।’

সত্য যে কী, সে বিষয়ে ভারতীয় দলের টারমিনেটর খোলসা করে না বললেও নেটিজেনদের অধিকাংশই ‘ধর্ষক’ ডেরা সাচা সওদা সংগঠনের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

[ভয়াবহ আগুনে পুড়ে ছাই জনশতাব্দী এক্সপ্রেসের কামরা, ছড়াল আতঙ্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement