Advertisement
Advertisement

Breaking News

সঞ্জীব কাপূর

বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ্য, শহিদদের পরিবারকে রান্না করে খাওয়াচ্ছেন সঞ্জীব কাপুর

শেফকে কুর্নিশ জানাচ্ছে দেশ।

Celebrity Chef Sanjeev kapoor cooks food for martyr Families.
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 25, 2019 10:24 am
  • Updated:July 26, 2019 11:35 am  

সোমনাথ রায়, দ্রাস:  ওল্ড দ্রাস পোলো গ্রাউন্ডে তখন চলছে বাইক শো। গ্যালারির ফার্স্ট রো-তে নজরে এল অতি পরিচিত এক মুখ। না, তিনি সেনাবাহিনীর কেউ নন। তবে সৈন্যদের সঙ্গে একটি বিষয়ে তাঁর বেশ মিল আছে। যত অত্যাধুনিক গোলাবারুদই হোক, জওয়ানদের হাতের স্পর্শ ছাড়া তা কোনও কাজের নয়। ঠিক তেমনই সাধারণ নুন, লঙ্কা বা হলুদ, জিরে, ধনে তাঁর হাতের সংস্পর্শে হয়ে ওঠে লা-জবাব! তিনি বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর।

[আরও পড়ুন: এই ক্যাফেতে আজও অমর কারগিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা]

অনেক কাঠখড় পুড়িয়ে, সেনা প্রোটোকল টপকে পৌঁছানো গেল তাঁর কাছাকাছি। প্রশ্ন, এখানে কী বিশেষ অতিথি হিসাবে এসেছেন? উত্তরে যা বললেন দেশের এক নম্বর শেফ, তাতে তাঁকে স্যালুট না করে উপায় নেই। বললেন, “না না। আমায় কেন অযথা অতিথি করতে যাবে? আমিও তো একজন আম নাগরিক। উলটে আমিই ওঁদের সঙ্গে যোগাযোগ করেছি। এবার বিজয় দিবসের কুড়ি বছর। নিজেদের জীবন বিপন্ন করে  ১৯৯৯ সালে দেশকে রক্ষা করেছেন জওয়ানরা। আমি তাঁদের শ্রদ্ধা জানাতে এসেছি।” মনে হতেই পারে, এ আর এমন কী। কাহানি মে টুইস্ট এর পরে।

Advertisement

দিনদুয়েক আগেই দ্রাস চলে এসেছেন সঞ্জীব। ভিআইপি তকমা ছেড়ে বুধবার থেকে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। বিজয় দিবস উপলক্ষে এখানে শহিদ পরিবারের যতজন এসেছেন, প্রত্যককে খাচ্ছেন তাঁর হাতের রান্না। যে রান্নার তারিফ করতে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর হাতে চুমু খেয়েছিলেন, সেই হাতের রান্নাই খাচ্ছেন শহিদ পরিবারের সদস্যরা। এভাবেই সেই বীরদের শ্রদ্ধা জানাচ্ছেন সঞ্জীব কাপুর।

[আরও পড়ুন: ছুটি কাটাতে রণতরী ব্যবহার করেননি রাজীব, জানাল নৌসেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement